For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

ওয়েনাডে মন্দিরে পুজো দিয়ে কেরলের প্রচার শুরু রাহুলের, কড়া আক্রমণ মোদীকে

কেরলের ওয়েনাড আসন থেকে লড়ছেন কংগ্রেস সভাপতি রাহুল গান্ধী।

  • |
Google Oneindia Bengali News

উত্তরপ্রদেশের আমেঠির পাশাপাশি এবছর লোকসভা নির্বাচনে কেরলের ওয়েনাড আসন থেকে লড়ছেন কংগ্রেস সভাপতি রাহুল গান্ধী। এদিন তিরুনেল্লি মন্দিরে পুজো দিয়ে প্রচার শুরু করলেন তিনি। একেবারে দক্ষিণ ভারতীয় বেশ ধারণ করে রাহুল নিয়ম মেনে মন্দিরে পুজো দিয়েছেন।

রাহুলের মন্দির দর্শন সম্পর্কে কংগ্রেস জেনারেল সেক্রেটারি কেসি বেণুগোপাল বলেছেন, গতবছরও রাহুল এখানে আসতে চেয়েছিলেন। তবে নিরাপত্তার কারণে পারেননি। নিয়ম মেনে রাহুল ঠাকুমা, বাবা, পূর্বপুরুষ ও পুলওয়ামায় নিহতদের উদ্দেশে পুজো দিয়েছেন।

এরপরে রাহুল গান্ধী কংগ্রেস দলের কো-অর্ডিনেশন কমিটির নেতাদের সঙ্গে বৈঠক করেন। এরপরে ওয়েনাডে সভা করেছেন তিনি। সেখানে তিনি বলেন, আমি মন কি বাত করতে আসিনি। আপনাদের কথা শুনতে এসেছি। আমি দেশের প্রধানমন্ত্রীর মতো মিথ্যা বলতে আসিনি কারণ আমি আপনাদের শ্রদ্ধা করি। আমি কয়েক মাসের সম্পর্ক গড়তে আসিনি।

কেরলের কান্নুরে সভা করে রাহুল বলেছেন, দেশে বেকারত্ব বৃদ্ধির দায় প্রধানমন্ত্রীর। কৃষক আত্মহত্যা করছে আর তিনি রাফালে নিয়ে ৩০ হাজার কোটি টাকা আম্বানিদের দিয়ে দিচ্ছেন। দেশকে ভাগ করে দিয়েছেন মোদী। প্রতিদিন ২৭ হাজার যুবক কাজ হারাচ্ছেন। কেরলে এই অভিযোগ করেছেন রাহুল গান্ধী।

English summary
After performs ritual at the Thirunelli temple, Rahul Gandhi began his campaign in Kerala's Wayanad
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X