ফের গোরক্ষকদের তাণ্ডব রাজস্থানে। আলোয়ারে এক দুধ ব্যবসায়ী-সহ দুজনকে মারধর করা হয়। পরে একজনের মৃত্যু হয়। অপরজন আশঙ্কাজনক অবস্থায় হরিয়ানার হাসপাতালে ভর্তি।

[আরও পড়ন:গরুর সঙ্গে সেলফি তুলে জিততে পারেন পুরস্কার, প্রতিযোগিতা চলছে এই শহরে]
সাতমাস পরে ফের পেহলু খানের মতোই পরিস্থিতি। রাজস্থানের আলোয়ারে এক দুধ ব্যবসায়ীসহ দুজনকে ব্যাপক মারধর করে আগুন ধরিয়ে দেওয়া হয়। দুই ব্যক্তি আলোয়ার থেকে ভরতপুরে গরু নিয়ে যাচ্ছিলেন।
মৃত ব্যক্তির নাম উমের খান। হরিয়ানার হাসপাতালে ভর্তি অপর ব্যক্তির নাম তাহির। শনিবার রাতে আলোয়ার থেকে ভরতপুরের ঘাটমিকা গ্রামে গরু নিয়ে যাওয়ার পথে অজ্ঞাত পরিচয় দুষ্কৃতীরা হামলা চালায়।
মৃতের দেহ আলোয়ারের রাজীব গান্ধী জেনারেল হাসপাতালের মর্গে রাখা হয়েছে। মিও কমিউনিটির লোকজন হাসপাতালে গিয়ে উমেরকে সনাক্ত করেন।
মিউ কমিউনিটির অভিযোগ, পুলিশের সঙ্গে যোগসাজসে ডান-পন্থী সংগঠন দুজনকে ব্যাপক মারধর করে আগুন ধরিয়ে দেয়।
ঘটনায় উচ্চ পর্যায়ের তদন্ত দাবি করা হয়েছে।