For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

পঞ্জাবের 'ক্যাপ্টেন' কি এবার বিজেপিতে, নাকি মোদী মন্ত্রিসভায়? শাহ-নাড্ডাদের সঙ্গে বৈঠক নিয়ে জল্পনা

পঞ্জাবের প্রাক্তন মুখ্যমন্ত্রী কি এবার বিজেপিতে, নাকি মন্ত্রিসভায়? শাহ-নাড্ডাদের সঙ্গে বৈঠক নিয়ে জল্পনা তুঙ্গে

  • |
Google Oneindia Bengali News

এদিন বিকেলে পঞ্জাব (Punjab) থেকে দিল্লিতে আসছেন পঞ্জাবের প্রাক্তন মুখ্যমন্ত্রী ক্যাপ্টেন অমরিন্দর সিং (Captain Amarinder Singh)। কংগ্রেস শাসিত পঞ্জাবে প্রবল রাজনৈতিক ডামাডোলের মধ্যে তিনি মুখ্যমন্ত্রী (Chief Minister) পদে ইস্তফা দেন বেশ কিছুদিন আগে। দিল্লিতে পৌঁছনোর পরে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ (Amit Shah) এবং বিজেপির সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডার (JP Nadda) সঙ্গেই তিনি বৈঠক করবেন বলেও জানান গিয়েছে। ফলে ক্যাপ্টেনের রাজনৈতিক ভবিষ্যৎ নিয়ে জল্পনা তুঙ্গে।

অমরিন্দর সিং-এর রাজনৈতিক ভবিষ্যৎ নিয়ে জল্পনা

অমরিন্দর সিং-এর রাজনৈতিক ভবিষ্যৎ নিয়ে জল্পনা

অমিত শাহ এবং জেপি নাড্ডার সঙ্গে বৈঠক নিয়ে জল্পনা, যে ক্যাপ্টেন অমরিন্দর সিং সামনের দিন কয়েকের মধ্যে বিজেপিতে যোগ দিতে চলেছেন। শুধু তাই নয়, তাঁকে মোদী মন্ত্রিসভায় কেন্দ্রীয় কৃষিমন্ত্রীর দায়িত্বও দেওয়া হতে পারে বলেও সূত্রের খবর।

নতুন দল গঠন করতে পারেন

নতুন দল গঠন করতে পারেন

অন্য একটি সূত্রের খবর ক্যাপ্টেন বিজেপি নেতৃত্বের সঙ্গে আলোচনা করবেন। তবে তিনি বিজেপিতে নাও যোগ দিতে পারেন। সেক্ষেত্রে তিনি নতুন রাজনৈতিক দল গঠন করতে পারেন। সেব্যাপারে সাহায্যের জন্যও অমরিন্দর সিং বিজেপির শীর্ষ নেতৃত্বের সঙ্গে কথা বলতে পারেন বলে জানা গিয়েছে। এইভাবেই ক্যাপ্টেন বিজেপি নেতৃত্বাধীন এনডিএ-র অংশ হবেন। তবে এব্যাপারে এখনও পর্যন্ত পুরো খবরটাই জল্পনা মাত্র, এব্যাপারে সরকারিভাবে কিছুই জানা যায়নি।

কংগ্রেসকে হারাতে ডাক হরিয়ানার মন্ত্রীর

কংগ্রেসকে হারাতে ডাক হরিয়ানার মন্ত্রীর

ইতিমধ্যেই হরিয়ানার মন্ত্রী অনিল ভিজ এবং আরপিআই-এর রামদাস আটাওয়ালে ক্যাপ্টেনকে বিজেপিতে যোগ দিতে কিংবা এনডিএ-র অংশ হতে আহ্বান করেছেন। পাশাপাশি তারা বলেছেন, শুধু অমরিন্দর সিংই নন কংগ্রেসকে হারাতে সব জাতীয়তাবাদী শক্তির উচিত পঞ্জাবে এক হওয়া।

নভজ্যেোত সিং সিধুকে পঞ্জাব প্রদেশ কংগ্রেসের সভাপতি করার পর থেকেই তাঁর সঙ্গে দ্বন্দ্বে জড়িয়েছিলেন ক্যাপ্টেন অমরিন্দর সিং। শেষ পর্যন্ত তিনি ইস্তফা দেন। ইস্তফা দেওয়ার পরে ক্যাপ্টেন সংবাদ মাধ্যমের সামনে অভিযোগ করেছিলেন, কংগ্রেসে তাঁকে অপমানিত করা হয়েছে। বর্তমান পরিস্থিতিতে কংগ্রেস সামনের নির্বাচনে দু-অঙ্কে পৌঁছতে পারবে না বলেও ভবিষ্যদ্বাণী করেছেন প্রাক্তন মুখ্যমন্ত্রী। নভজ্যোত সিধু অমরিন্দর সিং ভারত বিরোধী এবং কংগ্রেসের পক্ষে উপযুক্ত নয় বলেও মন্তব্য করেছিলেন। মুখ্যমন্ত্রী পদে ইস্তফা দেওয়ার পরে অমরিন্দর বলেছিলেন, তিনি পঞ্জাবে সিধুর সর্বোতভাবে বিরোধিতা করবেন।

 সমর্থকদের সঙ্গে কথা বলেই সিদ্ধান্ত

সমর্থকদের সঙ্গে কথা বলেই সিদ্ধান্ত

তিনি কি বিজেপিতে যোগ দেবেন এই প্রশ্নের উত্তরে ক্যাপ্টেন বলেছেন, সমর্থকদের সঙ্গে কথা বলেই তিনি এব্যাপারে সিদ্ধান্ত নেবেন। কেননা তিনি এখনও কংগ্রেসের সদস্য রয়েছেন। প্রসঙ্গত উল্লেখ্য পঞ্জাবের বিধানসভা নির্বাচন হতে চলেছে মাস চারেক পরেই।


খবরের ডেইলি ডোজ, কলকাতা, বাংলা, দেশ-বিদেশ, বিনোদন থেকে শুরু করে খেলা, ব্যবসা, জ্যোতিষ - সব আপডেট দেখুন বাংলায়। ডাউনলোড Bengali Oneindia

English summary
He may join BJP or may be inducted in central Cabinet as Ex Punjab CM Captain Amarinder Singh is going to meet Amit Shah and JP Nadda
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X