For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

'হুদহুদ' গেল, আসছে তুতো বোন 'নিলোফার'

  • By Ananya Pratim
  • |
Google Oneindia Bengali News

নিলু
নয়াদিল্লি, ২৭ অক্টোবর: 'হুদহুদ' গেল! এ বার আসছে 'নিলোফার'!

আরব সাগরে তৈরি হওয়া একটি নিম্নচাপ শক্তি বাড়িয়ে তীব্র ঘূর্ণিঝড়ে (সিভিয়ার সাইক্লোনিক স্টর্ম) পরিণত হয়েছে। বঙ্গোপসাগরে তৈরি হওয়া 'হুদহুদ' যেমন অন্ধ্র-ওডিশা উপকূলে আঘাত করেছিল, তেমনই 'নিলোফার' গুজরাতে আছড়ে পড়বে বলে জানিয়েছে আবহাওয়া দফতর। শুক্রবার সকালে তা আঘাত হানবে বলে মনে করা হচ্ছে।

আরও পড়ুন: এক নজরে 'ঝোড়ো' পরিভাষা
আরও পড়ুন: তছনছ বিশাখাপটনমে শুধুই ধ্বংসের ছবি, মৃত পাঁচ, ভাঙল হাওয়া অফিসের রেডার
আরও পড়ুন: বাইরে অঝোরে ঝরছে বৃষ্টি, আমার চোখ বেয়ে নেমে আসছে জলের ধারা

এই মুহূর্তে 'নিলোফার' গুজরাত উপকূলের নলিয়া থেকে ১১৮০ কিলোমিটার দূরে অবস্থান করছে। পাকিস্তানের করাচি থেকে এটি রয়েছে ১২৪৫ কিলোমিটার দূরে। ভারতের পাশাপাশি পাকিস্তানের কিছু অংশেও এর প্রভাব পড়বে বলে আশঙ্কা করা হচ্ছে।

মৌসম ভবন জানাচ্ছে, এই মুহূর্তে 'নিলোফার' ঘূর্ণিঝড়টি সর্বোচ্চ ১২৫ কিলোমিটার বেগে প্রবাহিত হচ্ছে। ৩০ অক্টোবর সকালে তার গতিবেগ পৌঁছতে পারে ঘণ্টায় ১৫৫ কিলোমিটার। তবে ৩১ অক্টোবর অর্থাৎ শুক্রবার সকালে যখন তা আছড়ে পড়বে গুজরাতে, তখন কিছুটা দুর্বল হবে। মনে করা হচ্ছে, স্থলভাগে আছড়ে পড়ার সময় 'নিলোফার'-এর গতিবেগ হবে ঘণ্টায় সর্বোচ্চ ১২৫ কিলোমিটার।

সৌরাষ্ট্র ও কচ্ছ এলাকার জেলাগুলিতে ভারী থেকে অতি ভারী বৃষ্টি হবে। ৩০ অক্টোবর সকাল থেকে সর্বোচ্চ ৬৫ কিলোমিটার গতিতে হাওয়া বইবে। সমুদ্র অশান্ত থাকবে। 'নিলোফার'-এর প্রভাবে আমেদাবাদ, বরোদা, মুম্বই ইত্যাদি জায়গায় ভারী বৃষ্টি হবে বলে অনুমান করছেন আবহবিদরা।

এখনও যা গতিপ্রকৃতি, তাতে 'হুদহুদ'-এর মতো অতটা ধ্বংসাত্মক হবে না এই ঝড়। ১২ অক্টোবর 'হুদহুদ' যখন বিশাখাপটনমের ওপর আছড়ে পড়েছিল, তখন তার গতিবেগ উঠেছিল ঘণ্টায় সর্বোচ্চ ২০৫ কিলোমিটার! ওডিশার গোপালপুরও বিধ্বস্ত হয়েছিল।

English summary
After Hudhud, severe cyclonic storm Nilofar will ravage the country
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X