For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

যদিও থেকেই থাকে কেন প্রকাশ্যে আনছেন না surgical strike-এর ভিডিও! প্রশ্ন কংগ্রেস নেতার

সার্জিকাল স্ট্রাইক নিয়ে ফের একবার প্রশ্ন কংগ্রেসের। এতে সেনাবাহিনীকে অপমান করা হচ্ছে না? কি মনে হয় আপনার?

  • |
Google Oneindia Bengali News

নতুন করে ফের বিতর্কে সার্জিকাল স্ট্রাইক! নতুন করে পাকিস্তানের উপর প্রত্যাঘাতের প্রমাণ চাইতে ময়দানে কংগ্রেস নেতারা। যা নিয়ে কড়া ভাষায় সমালোচনা করেছে বিজেপি। আর এই বিতর্কের মধ্যেই ফের একবার সার্জিকাল স্ট্রাইকের ভিডিও প্রকাশ্যে আনার দাবি জানালেন কংগ্রেস নেতা (Congress leader ) রসিদ আলভি (Rashid Alvi)।

এমনকি সার্জিকাল স্ট্রাইকের ভিডিও থেকে থাকে তাহলে তা দেখাতে সরকারের সমস্যা কোথায়? তা নিয়েও প্রশ্ন তুললেন তিনি।

বাহিনীর প্রতি দায়িত্বশীঊল

বাহিনীর প্রতি দায়িত্বশীঊল

সংবাদমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে Rashid Alvi দাবি করছেন, আমরা আমাদের নিরাপত্তা বাহিনীর প্রতি যথেষ্ট কনফিডেন্ট এবং দায়িত্বশীল। তবে বিজেপি সরকারের প্রতি কোনও বিশ্বাস নেই বলেই দাবি করছেন ওই কংগ্রেস নেতা। শুধু তাই নয়, সরকার বলছে সার্জিকাল স্ট্রাইকের ভিডিও আছে। আর তা যদি বর্ষীয়ান কংগ্রেস নেতা দিগ্বিজয় সিং দেখানোর দাবি করেন তাহলে তাতে সমস্যা কোথায়? প্রশ্ন আলভির। তাঁর মতে, আমরা মোটেই স্ট্রাইকের প্রমাণ চাইছি না। সরকার ভিডিও নিয়ে যা দাবি করছে তা দেখানোর কথা দাবি জানাচ্ছি বলেও দাবি কংগ্রেস নেতার।

যে দাবি আলভি তুলছেন তা নিয়ে ব্যাখ্যাও দিয়েছেন

যে দাবি আলভি তুলছেন তা নিয়ে ব্যাখ্যাও দিয়েছেন

তবে যে দাবি আলভি তুলছেন তা নিয়ে ব্যাখ্যাও দিয়েছেন তিনি। তাঁর মতে, সার্জিকাল স্ট্রাইকের সঙ্গে যুক্তদের দক্ষতা নিয়েও প্রশ্ন তোলা হচ্ছে না। কিন্তু ক্ষমতায় থেকে একের পর এক যে দাবি করা হচ্ছে তার প্রমাণ চাওয়া হচ্ছে বলে জানাচ্ছেন আলভি। তিনি বলছেন, এই বিষয়ে কখনও এক দাবি করছেন অমিত শাহ তো অন্য দাবি করছেন যোগী আদিত্যনাথ। কংগ্রেস দল সব সময় ভারতীয় সেনাকে সম্মান দেয় বলেও মন্তব্য কংগ্রেস নেতার। তবে বিজেপি নেতাদের বিশ্বাসের ক্ষেত্রে একটা প্রশ্ন থাকছে বলেই মনে করছেন তিনি। ভারতীয় সেনাকে বিশ্বাসের কথা বললেন বিজেপিকে নয় বলেও মন্তব্য করছেন আলভি।

দিগ্বিজয় সিংয়ের মন্তব্য ঘিরে তৈরি হয় বিতর্ক

দিগ্বিজয় সিংয়ের মন্তব্য ঘিরে তৈরি হয় বিতর্ক

বলে রাখা প্রয়োজন, গত কয়েকদিন আগে এক সভায় বক্তব্য রাখতে গিয়ে দিগ্বিজয় সিং অভিযোগ করেন, বিজেপি সার্জিক্যাল স্ট্রাইকের কথা বলে। সেনাদের হত্যা করা হয়েছে বলে অভিযোগ করা হয়েছে, কিন্ত তার কোনও প্রমাণ দেওয়া হয়নি। সরকার মিথ্যের পাহাড় তৈরি করে চলেছে বলেও অভিযোগ করেন কংগ্রেস নেতা। যা নিয়ে তীব্র বিতর্ক তৈরি হয়। যদিও পরে রাহুল গান্ধী স্পষ্ট জানিয়ে দেন, তিনি যা বলেছেন, সেটা তাঁর ব্যক্তিগত মতামত। দল তা সমর্থন করে না। শুধু তাই নয়, , এ হেন মন্তব্য সমীচীন নয়। এই ধরনের বিবৃতি অযথা বিজেপিকে ক্ষিপ্ত করে তুলবে বলেও মন্তব্য করেন কংগ্রেস নেতা। আর এর মধ্যেই আরও এক কংগ্রেস নেতার মুখেও সার্জিকাল স্ট্রাইকের প্রসঙ্গ।

English summary
after digvijay sing another congress leader Rashid Alvi comment on surgical strike at pakistan
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X