For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

কাশ্মীরের বুকে অর্থলগ্নির প্রস্তাব নামী সংস্থার! আশা নতুন সূর্যোদয়ের

২৪ ঘণ্টা কেটে গিয়েছে কাশ্মীর থেকে ৩৭০ ধারা তুলে নেওয়ার ঘোষণার। আর তার মধ্যেই এসে গেল উপত্যকায় অর্থলগ্নির প্রস্তব।

  • |
Google Oneindia Bengali News

২৪ ঘণ্টা কেটে গিয়েছে কাশ্মীর থেকে ৩৭০ ধারা তুলে নেওয়ার ঘোষণার। আর তার মধ্যেই এসে গেল উপত্যকায় অর্থলগ্নির প্রস্তব। ৩৭০ ধারা অনুযায়ী, এতদিন কাশ্মীরের বাইরের কোনও ব্যক্তি সেখানে জমি, বাড়ি , সম্পত্তি কিনতে পারতেন না। তবে ৩৭০ ধারা উঠে যাওয়াতে তা সম্ভব এখন। আর কেন্দ্রীয় সরকারের এই ঐতিহাসিক ঘোষণার একদিনের মাথাতেই এবার বিখ্যাত হেলমেট প্রস্তুতকারক সংস্থা স্টিলবার্ড প্রস্তাব পাঠালো বিলগ্নির প্রস্তাব।

কাশ্মীরে অর্থলগ্নির প্রস্তাব নামী সংস্থার! আশা নতুন সূর্যোদয়ের

উপত্যকা এতদিন কেবলমাত্র গুলির শব্দ শুনেছে, আর বারুদের গন্ধ পেয়েছে। আর এবার দিনবদলের হাতছানি। এবার হেলমেট প্রস্তুতকারক সংস্থা 'স্টিলবার্ড হাইটেক ইন্ডিয়া' প্রস্তাব দিয়েছে কাশ্মীরের মাটিতে কারখানা গড়ার। স্বভাবতই তার ফলে উপত্যকায় কর্মসংস্থান যে ফিরবে, তা নতুন করে বলার কিছু নেই! স্টিলবার্জের তরফে চেয়ারম্যান সুভাষ কাপুর জানিয়েছেন,' ৩৭০ ধারা তুলে নেওয়া নিয়ে প্রধানমন্ত্রী মোদী ও স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের তরফে বহু প্রতিক্ষিত একটি পদক্ষেপ নেওয়া হয়েছে। এর ফলে উপত্যকা দেশের মূলস্রোতে ফিরবে। গোটা দেশের সম্মিলিত বৃদ্ধিতে যুক্ত হবে কাশ্মীরও।'

স্টিলবার্ডের তরফে জানানে হয়েছে, হেলমেট তৈরির কারখানা তাঁরা কাশ্মীরে গড়ে তুলতে চায়। পাশাপাশি, সংস্থা আগামী অক্টোবরে কাশ্মীরে আয়োজিত হতে চলা 'ইনভেস্টার্স সামিট' নিয়েও মুখিয়ে রয়েছে। হিমাচলপ্রদেশে সংস্থা ১৫০ কোটি চাকা লগ্নি করে একটি কারখানা গড়ে তুলেছে। । যেখানে প্রতিদিন ৪৪,৫০০ হেলমেট তৈরি করা হয়।

English summary
After 370 scrapped from Jammu and Kshmir helmet maker steelbird plans plant .
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X