For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

৩০ বছর পরও তাড়া করে বেড়াচ্ছে অভিশপ্ত রাতের স্মৃতি

  • By Ananya Pratim
  • |
Google Oneindia Bengali News

ভোপাল
ভোপাল, ২ ডিসেম্বর: অভিশপ্ত সেই রাতের পর কেটে গিয়েছে তিরিশটা বছর। কিন্তু এখনও অভিশাপ বয়ে বেড়াচ্ছে আজকের শিশুরা। কেউ দৃষ্টিহীন, কারও হাত-পা এতই দুর্বল যে চলতে পারে না, কেউ আবার মানসিক প্রতিবন্ধী। ভোপালে বিষাক্ত গ্যাস পঙ্গু করে দিয়েছে পরপর তিনটে প্রজন্মকে। আজও তার ভয়াবহতা মানুষ উপলব্ধি করতে পারছে।

১৯৮৪ সালের ২ ডিসেম্বর। ভোপাল শহরে ইউনিয়ন কার্বাইড কারখানা থেকে দুর্ঘটনাবশত বেরিয়ে পড়ে মিথাইল আইসোসায়ানেট গ্যাস। বিষাক্ত গ্যাসের প্রভাবে বহু মানুষ মারা যান। সেই সময় যে শিশুরা মায়ের গর্ভে ছিল বা যে মেয়েরা পরবর্তীকালে সন্তানের জন্ম দিয়েছে, তারা বিকলাঙ্গতে পরিণত হয়েছে। সরকার মাথাপিছু ২৫ হাজার টাকা করে দিয়েই দায় সেরেছে।

যে ডাক্তাররা সেই সময় মৃতদেহের ময়নাতদন্ত করেছিলেন, তাঁরা দেখেছিলেন যে মায়ের গর্ভে থাকা শিশুর শরীরেও ঢুকে গিয়েছে বিষাক্ত গ্যাস। তখনই তাঁরা বলেছিলেন, যে বংশানুক্রমে এই অভিশাপ পরিবাহিত হবে।

ভোপালের নারিয়াল খেদা এলাকার বাসিন্দা মিতা বলেন, "১৯৮৪ সালে যখন গ্যাস দুর্ঘটনা হয়, তখন আমি হামাগুড়ি দিতাম। বিয়ের পর যখন সন্তান হল, তখন সে-ও পঙ্গু হয়ে জন্মাল। অথচ আমরা তো কোনও দোষ করিনি! যারা দোষ করল, তাদের কেউ কিছু করল না। কাউকে ধরাও গেল না।"

English summary
After 30 years, Bhopal still remember that horrible night
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X