For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

অ্যাসিড হামলা! ২০ বছর পর FIR দায়ের করলেন আক্রান্ত ২ মহিলা

অ্যাসিড হামলা! ২০ বছর পর FIR দায়ের করলেন আক্রান্ত ২ মহিলা

Google Oneindia Bengali News

অ্যাসিড হামলা হয়েছিল ২০ বছর আগে। সেসময় পুলিশে অভিযোগ জানানোর সাহস যোগাতে পারেননি তুই তরুনী। সেই ঘটনার ২০ বছর পর উত্তর প্রদেশ পুলিশের কাছে এফআইআর দায়ের করলেন তাঁরা। সেসময় অপ্রাপ্ত বয়স্ক ছিলেন তাঁরা। সেকারণে পুলিশের কাছে অভিযোগ জানানোর সাহস দেখাতে পারেননি।

অ্যাসিড হামলা! ২০ বছর পর FIR দায়ের করলেন আক্রান্ত ২ মহিলা

ঘটনাটি ঘটেছিল ২০০২ সালে। সেসময় এক জনের বয়স ছিল ১৪ বছর আর আরেক জনের বয়স ছিল ১৭ বছর। রোকেয়া খাতুনের বয়স ছিল ১৪ বছর আর মধু কশ্যপের বয়স ছিল ১৭ বছর। ২ জনেই সেসময় কিশোরী ছিলেন। অ্যাসিড হামলার পরেও তারা এবং তাদের পরিবারের পক্ষ থেকে সাহস দেখায়নি থানায় অভিযোগ জানানোর কিন্তু তাঁরা রাগ মনে চেপে রেখেছিলেন। শেষে গত মাসে সেই সাহজ তাঁরা জুগিয়ে নিয়ে উত্তর প্রদেশের আগ্রার জোনের এডিজির কাছে এফআইআর দায়ের করেন তাঁরা।

তাঁরা এখন যথেষ্ট প্রাপ্ত বয়স্ক। দুই অ্যাসিড আক্রান্ত মহিলাই এখন কাজ করেন। আগ্রার সেরোস হ্যাঙ্ক আউট কাফেতে কাজ করেন রোকেয়া(৩৪) এবং মধু(৩৯)। ২০১৬ সাল থেকে তারা সেখানে কাজ করছেন। ২০২২ সালের ২১ ডিসেম্বর এডিজি আগ্রার পুলিশ কমিশনারকে চিঠি লেখেন। এবং এই ঘটনায় অভিযুক্তদের বিরুদ্ধে দ্রুত কড়া পদক্ষেপ করার নির্দেশ দিয়েছেন তিনি।

একাধিক ধারায় অভিযোগ দায়ের করা হয়েছে। মধু তেজগঞ্জ থানায় এফআইআর দায়ের করে লিখেছেন যে তিনি রাস্তা দিয়ে যাওয়ার সময় এক অপরিচিত ব্যক্তি হঠাৎই তাঁকে অ্যাসিড ছুড়ে মারে। তার জেরে দীর্ঘ সময় মানসিক ট্রমার মধ্যে কাটিয়েছেন তিনি। বিপুল টাকা খরচ হয়েছে চিকিৎসায়। এখনও মেডিটেশন এবং চিকিৎসার মধ্যে থাকতে হয় তাঁকে। তিনি জানিয়েছেন এবার হয়তো ন্যায় বিচার তাঁরা পাবেন। আগ্রার পুলিশ কমিশনার জানিয়েছেন তাঁরা দুটি অভিযোগই অত্যন্ত গুরুত্ব দিয়ে দেখছেন এবং দ্রুত তারা পদক্ষেপ করবেন।

পুলিশের চোখকে ফাঁকি দিয়ে গঙ্গা আরোতি করার পরেই আটক সুকান্ত! ধুন্ধুমার বাবুঘাটে পুলিশের চোখকে ফাঁকি দিয়ে গঙ্গা আরোতি করার পরেই আটক সুকান্ত! ধুন্ধুমার বাবুঘাটে

English summary
After 20 years Acid attack FIR register to UP Police
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X