For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

কাশ্মীরের নিষেধাজ্ঞার জেরে এখনও বন্ধ প্রিপেইড মোবাইল পরিষেবা! বন্ধ করে দেওয়া হল এসএমএস পরিষেবা

কাশ্মীরে পোস্ট পেইড মোবাইল পরিষেবা চালুর কয়েক ঘন্টার মধ্যে এসএমএস পরিষেবার ওপর নিষেধাজ্ঞা জারি করা হল। সোমবার রাত থেকে সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে এসএমএস-এর ওপর নিষেধাজ্ঞা জারি করা হয়।

  • |
Google Oneindia Bengali News

কাশ্মীরে পোস্ট পেইড মোবাইল পরিষেবা চালুর কয়েক ঘন্টার মধ্যে এসএমএস পরিষেবার ওপর নিষেধাজ্ঞা জারি করা হল। সোমবার রাত থেকে সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে এসএমএস-এর ওপর নিষেধাজ্ঞা জারি করা হয়।

কাশ্মীরের নিষেধাজ্ঞার জেরে এখনও বন্ধ প্রিপেইড মোবাইল পরিষেবা! বন্ধ করে দেওয়া হল এসএমএস পরিষেবা

সোমবার দুপুর থেকে উপত্যকার মোবাইল ফোনগুলি ফের বাজতে শুরু করেছে। সংখ্যায় যা প্রায় ৪০ লক্ষ। মধ্যে ছিল ৭২ দিনের ব্যবধান। সংবিধানের ৩৭০ ধারা বাতিলের সময় থেকে( ৪ ও ৫ অগাস্টের মধ্যবর্তী রাত থেকে) মোবাইলের ওপর নিষেধাজ্ঞা বলবত করা হয়। যদিও মোবাইল চললেও, ইন্টারনেট পরিষেবা এখনও বন্ধ।

সোমবার বিকেল ৫ টা থেকে এসএমএস পরিষেবার ওপর নিষেধাজ্ঞা জারি করা হয়। অন্যদিকে রাজ্যের প্রায় ২৫ লক্ষ প্রি-পেইড মোবাইলের পরিষেবা নিয়ে এখনও কিছু জানাতে পারেনি প্রশাসন। রাজ্যপাল সোমবার কাঠুয়ায় জানিয়েছেন, ইন্টারনেট পরিষেবা শীঘ্রই শুরু হয়ে যাবে। তবে নিরাপত্তার সঙ্গে যুক্ত আধিকারিকরা মনে করছেন এই পরিষেবা ফের শুরু করেত দুমাস সময় গেলে যেতে পারে।

যদিও ৪ সেপ্টেম্বর থেকে রাজ্যের প্রায় ৫০ হাজার ল্যান্ডলাইন চালু হয়ে গিয়েছে। প্রশাসনের তরফ থেকে জানানো হয়েছিল, জঙ্গিরা যাতে শান্তি বিঘ্নিত করতে না পারে, তার জন্য উপত্যকায় মোবাইল পরিষেবা বন্ধ করে দেওয়া হয়েছে।

 <span class=ভোটার তালিকা সংশোধন! বাড়ি বাড়ি যাবেন বুথ লেভেল অফিসাররা" title=" ভোটার তালিকা সংশোধন! বাড়ি বাড়ি যাবেন বুথ লেভেল অফিসাররা" /> ভোটার তালিকা সংশোধন! বাড়ি বাড়ি যাবেন বুথ লেভেল অফিসাররা

English summary
Admiistration had blocked the sms services in Kashmir due to precautionary measure. From 12 noon in monday post paid mobile connection was restored in kashmir.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X