For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

প্রাতর্ভ্রমণে বেরনো অতিরিক্ত জেলা জজকে প্রকাশ্যে হত্যা, ভিডিও হল ভাইরাল

অতিরিক্ত জেলা জজের (additional district judge) ওপরে হামলা। তাঁকে অটোরিক্সার ধাক্কা দিয়ে হত্যার ছবি ধরা পড়েছে। ঘটনাটি ঝাড়খণ্ডের (jharkhand) ধানবাদ (dhanbad) জেলায়। ধানবাদ জেলা আদালতের কাছে সদর পুলিশ স্টেশনের অধীনে রণ

  • |
Google Oneindia Bengali News

অতিরিক্ত জেলা জজের (additional district judge) ওপরে হামলা। তাঁকে অটোরিক্সার ধাক্কা দিয়ে হত্যার ছবি ধরা পড়েছে। ঘটনাটি ঝাড়খণ্ডের (jharkhand) ধানবাদ (dhanbad) জেলায়। ধানবাদ জেলা আদালতের কাছে সদর পুলিশ স্টেশনের অধীনে রণধীর বর্মা চকে ঘটনাটি ঘটে।

 প্রাতর্ভ্রমণের বেরনো অতিরিক্ত জেলা জজকে হত্যা, ভিডিও হল ভাইরাল

পুলিশ জানিয়েছে, অতিরিক্ত জেলা জজ উত্তর আনন্দ যখন প্রাতর্ভ্রমণে বেরিয়ে ছিলেন, সেই সময় ধানবাদের ম্যাজিস্ট্রেট কলোনির কাছে একটি গাড়ি তাঁকে ধাক্কা মারে। তাঁকে স্থনীয় হাসপাতালে ভর্তি করা হলেও বাঁচানো যায়নি।

প্রথমে পুলিশ অজ্ঞাত পরিচয় হিসেবে মামলা দায়ের করেছিল। পরে পরিবারের তরফ থেকে পুলিশের কাছে অভিযোগ দায়ের করা হলে দেহ সনাক্ত করা হয়। এই মামলায় এখনও কাউকে গ্রেফতার করতে পারেনি পুলিশ। তবে ইতিমধ্যেই সিসিটিভির ফুটেজটি ভাইরাল হয়ে গিয়েছে সোশ্যাল মিডিয়ায়।

সিসিটিভি থেকে পাওয়া ভিডিও থেকে দেখা যাচ্ছে ভোর পাঁচটা নাগাদ, একটি গাড়ি উত্তর আনন্দকে ধাক্কা মেরে পালিয়ে যাচ্ছে। যে গাড়িটি ধাক্কা মারে, সেটিকে এখনও সনাক্ত করা যায়নি। সিসিটিভি ফুটেজে দেখা যাচ্ছে গাড়িটি একটি অটোরিক্সা। পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, তদন্ত শুরু করা হয়েছে, শীঘ্রই অপরাধীদের গ্রেফতার করা হবে। প্রসঙ্গত ধানবাদে উত্তম আনন্দের পোস্টিং হয়েছিল ছয়মাস আগে।

মেঘভাঙা বৃষ্টি ও হড়পা বানে হিমাচল ও জম্মু-কাশ্মীরে ২২ জনের মৃত্যু, উত্তর ভারতে সতর্কতা জারি আবহাওয়া দফতরেরমেঘভাঙা বৃষ্টি ও হড়পা বানে হিমাচল ও জম্মু-কাশ্মীরে ২২ জনের মৃত্যু, উত্তর ভারতে সতর্কতা জারি আবহাওয়া দফতরের

English summary
CCTV picture shows Additional district judge of Dhanbad Uttam Anand was hit by a autorickshaw at the time of morning walk
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X