For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

মোদী-হত্যার ষড়যন্ত্র মামলায় অস্বস্তিতে বিজেপি! গৃহবন্দি সমাজকর্মীর স্বস্তি দিল্লি হাইকোর্টে

ভীমা-কোরেগাঁও মামলায় ধৃত সমাজকর্মী গৌতম নভলেখার গৃহবন্দি দশার অবসান হল দিল্লি হাই কোর্টের নির্দেশে। সোমবার গৌতম নভলেখাকে ট্রানজিট রিমান্ডে নেওয়ার আবেদনও বাতিল করে দেয় আদালত।

Google Oneindia Bengali News

ভীমা-কোরেগাঁও মামলায় ধৃত সমাজকর্মী গৌতম নভলেখার গৃহবন্দি দশার অবসান হল দিল্লি হাই কোর্টের নির্দেশে। সোমবার গৌতম নভলেখাকে ট্রানজিট রিমান্ডে নেওয়ার আবেদনও বাতিল করে দেয় আদালত। আদালত জানায়, সমাজকর্মীকে আটকে রাখা আইনে অযোগ্য হয়েছে। ফলস্বরূপ গৌতম নভলেখাকে আর দু-দিনের জন্যও গৃহবন্দি রাখা যাবে না।

মোদী-হত্যার ষড়যন্ত্র মামলায় অস্বস্তিতে বিজেপি! গৃহবন্দি সমাজকর্মীর স্বস্তি দিল্লি হাইকোর্টে

গত সপ্তাহে সুপ্রিম কোর্ট তাঁকে আইনি সাহায্যের জন্য উপযুক্ত ফোরামে যাওয়ার স্বাধীনতা দিয়েছিলেন। সেইমতো তিনি দিল্লি হাইকোর্টে আবেদন করেন গৃহবন্দি দশা থেকে মুক্তির জন্য। দিল্লি মহা পুলিশ কাউন্সিল পাল্টা আবেদন করেছিল সমাজকর্মী গৌতম নভলেখার গৃহবন্দি দশা বর্ধিতকরণের। কিন্তু সেই আবেদন খারিজ করে তাঁর মুক্তির পথ সুগম করে দিল দিল্লি হাইকোর্ট।

[আরও পড়ুন: লোকসভার আগে নেতৃত্ব বদল, সংগ্রামের আতুঁড়ঘড়ে নব্যকে সরিয়ে আদিতে আস্থা মমতার][আরও পড়ুন: লোকসভার আগে নেতৃত্ব বদল, সংগ্রামের আতুঁড়ঘড়ে নব্যকে সরিয়ে আদিতে আস্থা মমতার]

উল্লেখ্য, ভীমা-কোরেগাঁও মামলায় ধৃত সমাজকর্মীদের আরও চার সপ্তাহ গৃহবন্দি দশা বজায় রাখে সুপ্রিম কোর্ট। একইসঙ্গে বিশেষ তদন্তকারী দলকে দিয়ে তদন্তের দাবিও খারিজ করে দিল। তিন বিচারপতির বেঞ্চের মধ্যে বিচারপতি এএম খানউইলকর ও মুখ্য বিচারপতি দীপক মিশ্র সিট দিয়ে তদন্তের দাবি খারিজ করে দেন। আর এক বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড় গ্রেফতারির বিরুদ্ধে রায় দেন।

[আরও পড়ুন:বিজেপি ছেড়ে তৃণমূলে যোগদানের হিড়িকে মদত 'সভাপতি'র! বৈঠকের মাঝেই হাতাহাতি][আরও পড়ুন:বিজেপি ছেড়ে তৃণমূলে যোগদানের হিড়িকে মদত 'সভাপতি'র! বৈঠকের মাঝেই হাতাহাতি]

ভীমা-কোরেগাঁও মামলায় পাঁচ সমাজকর্মীর বিরুদ্ধে অভিযোগ উঠেছিল। অভিযুক্ত আন্দোলনকারীরা হলেন- ভারভারা রাও, অরুণ ফেরেইরা, ভেরনন গঞ্জালভেস, সুধা ভরদ্বাজ ও গৌতম নভলেখা। সিট গঠন বাতিল করে পুনে পুলিশকে তদন্ত চালিয়ে যেতে বলে সুপ্রিম কোর্ট। তবে অভিযুক্তরা চাইলে মুক্তির জন্য ট্রায়াল কোর্টে আবেদন করতে পারেন বলেও শীর্ষ আদালত জানিয়েছিল। সেইমতো গৌতম নভলেখার আবেদন অনুমোদন করে কোর্ট।

English summary
Activist Goutam Navalakha releases from house arrest by Delhi HC. Five activist was arrested in Bhima Koregaon violence case,
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X