For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

প্রথম দফা ভোটের মুখে গোমাংস ইস্যুতে ধুন্ধুমার অসমে, মুসলিম ব্যক্তিকে মারধর, ঘটে গেল চরমকাণ্ড

ভোটের মুখে ফের একবার গোমাংস ইস্যু উস্কে গেল। অসমে গোমাংস বিক্রেতাকে ঘিরে ধুন্ধুমার পরিস্থিতি উঠে আসে।

  • |
Google Oneindia Bengali News

ভোটের মুখে ফের একবার গোমাংস ইস্যু উস্কে গেল। অসমে গোমাংস বিক্রেতাকে ঘিরে ধুন্ধুমার পরিস্থিতি উঠে আসে। অসমের বিশ্বনাথ জেলায় শওকত আলি গোমাংস বিক্রি করছেন বলে অভিযোগ ওঠে। আর তারপরই তাঁকে জোর করে শুয়োরের মাংস খাইয়ে দেওয়া হয় বলে খবর।

ভোটের মুখে ফের গোমাংস বিক্রি ইস্যুতে ধুন্ধুমার অসমে, মুসলিম ব্যক্তির সঙ্গে ঘটে গেল চরমকাণ্ড

৬৮ বছরের শওকত আলি গোমাংস বিক্রি করছেন বলে অভিযোগ তুলে ,তাঁরে ব্যাপক মারধর করা হয়। প্রশ্ন তোলা হয় তাঁর ভারতীয় নাগরিকত্ব নিয়েও। এরপরই তাঁকে জোর করে শুয়োরের মাংস খাওয়ানোর ঘটনা ঘটে যায়। গোটা পরিস্থিতি ভিডিও বন্দি হওয়ার পর তা সোশ্যাল মিডিয়ায় প্রকাশ্যে আসে। এদিকে, ব্যাপক মারধরের পর শওকতকে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে। সেখানেই চলছে তাঁর চিকিৎসা।

[আরও পড়ুন:ভোটের মুখে ফের গোমাংস বিক্রি ইস্যুতে ধুন্ধুমার অসমে, মুসলিম ব্যক্তির সঙ্গে ঘটে গেল চরমকাণ্ড ][আরও পড়ুন:ভোটের মুখে ফের গোমাংস বিক্রি ইস্যুতে ধুন্ধুমার অসমে, মুসলিম ব্যক্তির সঙ্গে ঘটে গেল চরমকাণ্ড ]

মারধরের সময় শওকত বাংলাদেশি নাগরিক কিনা তাও জিজ্ঞাসা করা হয় । প্রশ্ন তোলা হয় এনআরসিতে তাঁর নাম রয়েছে কিনা। ঘটনার কথা সোশ্য়াল মিডিয়ায় আসতেই তা নিয়ে তোলপাড় শুরু হয়। উল্লেক্য, অসমের বিশ্বনাথ জেলা তেজপুর লোকসভা কেন্দ্রের অধীন। যেখানে আগামী ৪৮ ঘণ্টার মধ্যে ভোট গ্রহণ পর্ব শুরু হতে চলেছে।

[আরও পড়ুন: একই দিনে দার্জিলিং-এ মমতা-অমিত! দুই সভা সামলাতে পরিকাঠামো নিয়ে প্রশ্ন][আরও পড়ুন: একই দিনে দার্জিলিং-এ মমতা-অমিত! দুই সভা সামলাতে পরিকাঠামো নিয়ে প্রশ্ন]

English summary
Accused Of Selling Beef, Assam Muslim Man Allegedly Forced To Eat Pork.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X