For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

‌প্রায় ৮১২ লক্ষ টন খাদ্যশস্য মজুত রয়েছে এফসিআইয়ের গুদামঘরে, জানিয়েছে সরকার

‌প্রায় ৮১২ লক্ষ টন খাদ্যশস্য মজুত রয়েছে এফসিআইয়ের গুদামঘরে, জানিয়েছে সরকার

Google Oneindia Bengali News

ভারতের ফুড কর্পোরেশনের (‌এফসিআই)‌ কাছে বর্তমানে মজুত খাদ্যশস্য রয়েছে ৮১১.‌৬৯ লক্ষ টন, যা খাদ্য আইন ও অন্য কল্যাণমূলক প্রকল্পের আওতায় প্রতিশ্রুতি মেটাতে যথেষ্ট। এফসিআই হল খাদ্য সংগ্রহ ও বিতরণের জন্য সরকারের নোডাল এজেন্সি।

এফসিআইয়ের কাছে পর্যাপ্ত পরিমাণ চাল–ডাল মজুত রয়েছে

এফসিআইয়ের কাছে পর্যাপ্ত পরিমাণ চাল–ডাল মজুত রয়েছে

সরকারি এক বিবৃতিতে বলা হয়েছে, ‘‌১১ জুনের এফসিআইয়ের রিপোর্ট অনুযায়ী তাদের কাছে বর্তমানে ২৭০.‌৮৯ লক্ষ টন চাল ও ৫৪০.‌৮০ লক্ষ টন গম রয়েছে। তার মানে মোট ৮১১.‌৬৯ লক্ষ টন খাদ্যশস্য রয়েছে তাদের কাছে (‌গম এবং ধানের চলমান ক্রয় বাদ দিয়ে, যা এখনও গোডাউনে পৌঁছায় নি)‌। জানা গিয়েছে, জাতীয় খাদ্য সুরক্ষা আইন (‌এনএফএসএ)‌ ও অন্যান্য উন্নয়নমূলক প্রকল্পের প্রত্যেক মাসে প্রয়োজন প্রায় ৫৫ লক্ষ টন খাদ্যশস্য। ১১ জুনের মধ্যে মোট ৩৭৬.‌৫৮ লক্ষ টন গম ও ৭৩৪.‌৫৮ লক্ষ টন চাল সংগ্রহ করা হয়েছে।

আত্ম নির্ভর ভারত প্যাকেজে খাদ্যশস্য বিতরণ

আত্ম নির্ভর ভারত প্যাকেজে খাদ্যশস্য বিতরণ

অন্যদিকে আত্ম নির্ভর ভারত প্যাকেজে সরকার সিদ্ধান্ত নিয়েছে যে ৮ লক্ষ টন খাদ্যশস্য বিতরণ করা হবে প্রায় ৮ কোটি পরিযায়ী শ্রমিক, অসহায় ও অভাবী পরিবার, যারা এনএফএসএ বা রাজ্যের পিডিএস কার্ড প্রকল্পের আওতায় নেই, তাদের মধ্যে। সরকারের পক্ষ থেকে জানানো হয়েছে যে মে এবং জুন মাসে পরিযায়ী শ্রমিকদের প্রত্যেককে বিনামূল্যে ৫ কেজি করে খাদ্যশস্য বিতরণ করা হয়েছে। পরিযায়ীদের প্রত্যেক পরিবারের জন্য বরাদ্দ রয়েছে ১ কেজি করে ছোলা/‌ডাল। সরকারিভাবে জানান গিয়েছে, ‘‌রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলগুলি ৫.‌৪৮ লক্ষ টন খাদ্যশস্য পেয়েছে এবং ২২,৮১২ টন খাদ্যশস্য বিতরণ করা হয়েছে মোট ৪৫.‌৬২ লক্ষ সুবিধাভোগীদের মধ্যে (‌মে মাসে ৩৫.‌৩২ লক্ষ ও জুন মাসে ১০.‌৩০ লক্ষ)‌। সরকারের পক্ষ থেকে ১.‌৯৬ কোটি পরিযায়ী শ্রমিকদের জন্য ৩৯,০০০ টন ডাল বরাদ্দ করা হয়েছে।'‌

চাল ও ডালের জন্য আর্থিক চাপ বহন করছে সরকার

চাল ও ডালের জন্য আর্থিক চাপ বহন করছে সরকার

জানা গিয়েছে, ৩৩,৯১৬ টন ছোলা /‌ ডাল রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলে পাঠানো হয়েছে। এর পাশাপাশি বিভিন্ন রাজ্য-কেন্দ্র শাসিত অঞ্চল মোট ২৩,৭৩৩ টন ডাল তুলেছে এবং তার মধ্যে ২,০৯২ মেট্রিক টন ডাল বিতরণ করা হয়েছে। সরকারি বিবৃতিতে বলা হয়েছে, ‘‌সরকার এই প্রকল্পের আওতায় খাদ্যশস্যের জন্য প্রায় ৩,১০৯ কোটি টাকা এবং ডালের জন্য ২৮০ কোটি টাকা আর্থিক চাপ বহন করছে।'‌ প্রধানমন্ত্রী গরীব কল্যাণ অন্ন যোজনার অন্তর্গত এপ্রিল থেকে জুন এই তিনমাস মোট ১০৪.‌৩ লক্ষ টন ধান ও ১৫.‌২ লক্ষ টন গমের প্রয়োজন রয়েছে এবং এর মধ্যে ৯৪.৭১ লক্ষ টন চাল এবং ১৪.২০ লক্ষ টন গম বিভিন্ন রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চল দ্বারা তোলা হয়ে গিয়েছে।

তিনমাসে রাজ্য–কেন্দ্র শাসিত অঞ্চল খাদ্যশস্য বিতরণ করেছে

তিনমাসে রাজ্য–কেন্দ্র শাসিত অঞ্চল খাদ্যশস্য বিতরণ করেছে

এপ্রিলে ৩৭ লক্ষ টন (৯২ শতাংশ) খাদ্যশস্য ৭৪ কোটি সুবিধাভোগীদের বিতরণ করা হয়েছে, অন্যদিকে মে মাসে মোট ৩৫.৮২ লক্ষ টন (৯০ শতাংশ) খাদ্যশস্য বিতরণ করা হয়েছে ৭১.৬৪ কোটি সুবিধাভোগীর মধ্যে এবং জুনে ৯.৩৪ লক্ষ টন (২৩ শতাংশ) খাদ্যশস্য ১৮.‌৬৮ কোটি সুবিধাভোগীর মধ্যে বিতরণ করা হয়েছে। এই প্রকল্পের অন্তর্গত সরকার শতকরা ৪৬,০০০ কোটি টাকার আর্থিক চাপ বহন করছে।

সরকার শতকরা আর্থিক বোঝা বহন করছে

সরকার শতকরা আর্থিক বোঝা বহন করছে

ডালের ক্ষেত্রে, তিন মাসে মোট প্রয়োজন ৫.৮৭ লক্ষ টন। এই প্রকল্পের আওতায় সরকার প্রায় ৫ হাজার কোটি টাকার শতভাগ আর্থিক বোঝা বহন করছে। সরকারি বিবৃতিতে বলা হয়েছে, ‘‌এখন পর্যন্ত ৫.৫০ লক্ষ টন ডাল রাজ্য/‌ কেন্দ্রশাসিত অঞ্চলগুলিতে প্রেরণ করা হয়েছে এবং ৪.৯১ লক্ষ টন রাজ্য / কেন্দ্রশাসিত অঞ্চলগুলিতে পৌঁছেছে, ৩.০৬ লক্ষ টন ডাল বিতরণ করা হয়েছে।

ভারতে ২৪ ঘন্টায় করোনা আক্রান্তের সংখ্যা ১১ হাজার ছাড়াল! আক্রান্তের নিরিখে ভারত এখন চতুর্থস্থানে

English summary
The Food Corporation of India (FCI) currently has 811.69 lakh tonnes of stockpiled foodgrains, which is enough to meet its commitments under the Food Act and other welfare schemes.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X