For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

জ্ঞান দিয়ে ভোট না দিলে ফ্যাসিবাদী হামলা! বিজেপির বিরুদ্ধে আবেদন প্রায় ১০০ চলচ্চিত্র নির্মাতার

ভারতীয় চলচ্চিত্রের সঙ্গে যুক্ত প্রায় ১০০ জন নাগরিক আসন্ন লোকসভা নির্বাচনে বিজেপির বিরুদ্ধে ভোট দেওয়ার আহ্বান জানালেন।

  • |
Google Oneindia Bengali News

ভারতীয় চলচ্চিত্রের সঙ্গে যুক্ত প্রায় ১০০ জন নাগরিক আসন্ন লোকসভা নির্বাচনে বিজেপির বিরুদ্ধে ভোট দেওয়ার আহ্বান জানালেন। এর মধ্যে অনেকেই রয়েছেন চলচ্চিত্র নির্মাতা। www.artistuniteindia.com ওয়েবসাইটে নিজেদের আবেদন পোস্ট করেছেন তাঁরা। দেশের গণতন্ত্র রক্ষার্থেই তাঁরা এই কাজ করেছেন বলে জানিয়েছেন।

জ্ঞান দিয়ে ভোট না দিলে ফ্যাসিবাদী হামলা! বিজেপির বিরুদ্ধে আবেদন প্রায় ১০০ চলচ্চিত্র নির্মাতার

আবেদনে সই করেছেন ১০৩ জন। যাঁদের মধ্যে রয়েছেন ভত্রি মারান, আনন্দ পটবর্ধন, সানালকুমার শশীধরন, সুদেভন, দীপা ধনরাজ, গুরবিন্দর সিং, পুষ্পেন্দ্র সিং, কবীর সিং চৌধুরী, অঞ্জলী মন্টেরিও, প্রবীণ মর্চেলে, দেবাশিস মুখার্জি, আসিক আবু, বিনা পাল-সহ অন্যরা। আবেজনে তাঁরা বলেছেন, দেশ এক কঠিন পরিস্থিতির মধ্যে দিয়ে যাচ্ছে। যে বিধিধ সংস্কৃতি দেশকে ঐক্যবদ্ধ করেছে, তাই এখন সংকটের মুখে বলে জানিয়েছেন এইসব বিশিষ্ট ব্যক্তিরা। যদি আমরা নিজেদের জ্ঞান দিয়ে প্রার্থী নির্বাচন না করি, তাহলে ফ্যাসিবাদ আমাদের ওপর হামলা চালাবে।

চলচ্চিত্রের সঙ্গে যুক্ত এইসব ব্যক্তিরা একটি রাজনৈতিকদলের বিরুদ্ধে প্রচারের কারণও জানিয়েছেন। কারণগুলি হল, ঘৃণার রাজনীতি, গোরক্ষার নামে রাজনীতি, মুসলিম, দলিতদের ওপর হামলার ঘটনা তুলে ধরেছেন তাঁরা। দেশে সেনসরশিপের নামে বাড়াবাড়ি চলছে বলে অভিযোগ করেছেন তাঁরা। আবেদনে বিশিষ্ট ব্যক্তিরা বলেছেন, ২০১৪-তে বিজেপি ক্ষমতায় আসার পর থেকে পরিস্থিতির পরিবর্তন হয়েছে। পরিস্থিতি খারাপের দিকেই গিয়েছে।

আবেদনের শেষে বলা হয়েছে, ক্ষতিকর শাসনকে পুনরায় ফিরিয়ে আনার বিরুদ্ধে দেশবাসী তাদের ক্ষমতা প্রয়োগ করুন। যাতে দেশের সংবিধান, বাক স্বাধীনতা, সবরকমের সেন্সরশিপ বাতিল করা যায়।

English summary
About 100 Filmmakers in a joint statement said remove BJP and protect democracy in the country
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X