For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

গোয়ায় প্রার্থীর নাম ঘোষণার আগে ভোটের মুখে রাজ্য কমিটি গঠন করলেন অভিষেক

গোয়ায় বিধানসভা নির্বাচনের মুখে তৃণমূল রাজ্য কমিটি গঠন করল। নির্বাচন ঘোষণা হওয়ার পর যেখানে প্রার্থী নির্বাচন করারই দস্তুর, সেখানে আগে রাজ্য কমিটি গঠন করে তাক লাগিয়ে দিল তৃণমূল।

Google Oneindia Bengali News

গোয়ায় বিধানসভা নির্বাচনের মুখে তৃণমূল রাজ্য কমিটি গঠন করল। নির্বাচন ঘোষণা হওয়ার পর যেখানে প্রার্থী নির্বাচন করারই দস্তুর, সেখানে আগে রাজ্য কমিটি গঠন করে তাক লাগিয়ে দিল তৃণমূল। মাত্র তিনমাস আগে গোয়ায় পা রেখেছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়রা। নির্বাচনের মুখে দ্বিতীয় দিনের সফরেই অভিষেক রাজ্য কমিটি গঠন করলেন গোয়ায়।

গোয়ায় প্রার্থী নয়, ভোটের মুখে রাজ্য কমিটি গঠন তৃণমূলের

গোয়া নির্বাচনের মুখে সকলের পাখির চোখ ছিল গোয়ায় কাদের প্রার্থী করে তৃণমূল। প্রথম দিনেই তৃণমূলের তরফে জানিয়ে দেওয়া হয়েছে জোটসঙ্গী মহারাষ্ট্রবাদী গোমন্তক পার্টিকে ৮টি আসন ছেড়ে বাকি ৩২টিতে তৃণমূল প্রার্থী দেবে। তাই এদিন সেই ৩২টি আসনের প্রার্থীপদে কারা মনোনয়ন পান তার দিকেই তাকিয়ে ছিল রাজনৈতিক মহল।

দিনের শেষ প্রার্থী নয়, তৃণমূলের কাছ থেকে পূর্ণাঙ্গ রাজ্য কমিটি ঘোষিত হতে দেখল রাজনৈতিক মহল। গোয়া সফরের দ্বিতীয় দিনে অভিষেক বন্দ্যোপাধ্যায় মূল সংগঠনের পাশাপাশি যুব, মহিলা সংগঠনের পদাধিকারী ও ব্লক সভাপতিদের নামও জানিয়ে দিয়েছেন। মোট ৬৯ জনকে নিয়ে এই কমিটি গঠন করা হয়েছে।

মঙ্গলবার সন্ধ্যায় তৃণমূলের কমিটি ঘোষণা করেন অভিষেক বন্দ্যোপাঘ্যায়। সোমবার গোয়া সফরে যাওয়ার পর থেকেই একাধিক বৈঠক করেন অভিষেক। সাধারণভাবে মনে করা হয়েছিল এই বৈঠক শুধু প্রার্থী নির্বাচনের জন্য। কিন্তু দেখা যায় শুধু প্রার্থী নয়, অভিষেকের নজরে ছিল আরও বড় কিছু। পূর্ণাঙ্গ দল হয়েই তৃণমূল গোয়া নির্বাচনে নামতে চলেছে।

তৃণমূলের গোয়া রাজ্য কমিটির সভাপতি করা হয়েছে কিরণ কান্দোলকরকে। এই কমিটিতে মোট ৯ জনকে সহ সভাপতি করা হয়েছে। এই সহ সভাপতির তালিকায় রয়েছে অভিনেত্রী তথা প্রাক্তন কংগ্রেসি নাসিফা আলিও। নাসিফা আলি দক্ষিণ কলকাতায় তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে একবার দাঁড়িয়েছিলেন। তারপর বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের গোয়া সফরে তিনি তৃণমূলে যোগ দেন।

এছাড়া এই কমিটিতে সাধারণ সম্পাদকের পদ দেওয়া হয়েছে ১২ জনকে। সম্পাদক করা হয়েছে ২৯ জনকে। ১৮ জন রয়েছেন এক্সিকিউটিভ কমিটির পদে। আর গোয়া তৃণমূলের যুব সভাপতি করা হয়েছে জয়েশ শেঠগাঁওকরকে। সেইসঙ্গে তিনজনকে করা হয়েছে সহসভাপতি আর সাতজনকে সাধারণ সম্পাদক পদ দেওয়া হয়েছে।

গোয়া তৃণমূলের মহিলা ইউনিটের সভানেত্রী করা হয়েছে অভিতা বন্দোদকরকে। এছাড়া সহ সভাপতি ও সাধারণ সম্পাদক নিয়ে মোট ১৩ জনের কমিটি করে দেওয়া হয়েছে। একইসঙ্গে ৪০ জন ব্লক সভাপতির নামও প্রকাশ করেছে তৃণমূল কংগ্রেস। গোয়া সফর শেষ করে বৃহস্পতিবার বাংলায় ফিরবেন অভিষেক। তার মধ্যে মহারাষ্ট্রবাদী গোমন্তক পার্টির সঙ্গে জোটের আসন রফা চূড়ান্ত করবেন বলে জানান তিনি। শেষপর্যন্ত আরও চারটি আসন ছেড়ে তৃণমূল ২৮টি আসনে লড়তে পারে।

English summary
Abhishek Banerjee announces state committee for Goa before candidate name of Assembly Election.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X