For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

তাহির হুসেনকে নিয়ে বড় পদক্ষেপ আপের!আইবি অফিসারের মৃত্যুতে অভিযুক্তকে সাফ বার্তা কেজরি শিবিরের

  • |
Google Oneindia Bengali News

বৃহস্পতিবারই দিল্লির মুক্যমন্ত্রীর চেয়ারে বসে তিনি বলেছিলেন, যদি পার্টির কোনও সদস্যের নাম দিল্লি হিংসায় পাওয়া যায়, তাহলে তার বেশি শাস্তি হবে। আর সেই ঘোষণার কয়েক ঘণ্টার মধ্যেই দিল্লির আম আদমি পার্টি কাউন্সিলর হাজি তাহির হুসেনকে দল থেকে সাসপেন্ড করল কেজরিওয়াল শিবির।

 দিল্লি পুলিশ কী জানিয়েছে?

দিল্লি পুলিশ কী জানিয়েছে?

জানা গিয়েছে, আম আদমি পার্টির এই সিদ্ধান্ত আসে দিল্লি পুলিশের এক পদক্ষেপের পরই। দিল্লি পুলিশ আইবি অফিসারের মৃত্যুতে তাহির হুসেনের নামে এফআইআর দায়ের করেছে। আর তারপরই মুস্তাফাবাদের এই আপ নেতাকে দল থেকে সাসপেন্ডের সিদ্ধান্ত নেয় কেজরিওয়াল শিবির।

 তাহিরের বক্তব্য

তাহিরের বক্তব্য

এক সাক্ষাৎকারে আইবি অফিসারের মৃত্যুতে অভিযুক্ত আপ নেতা তাহির জানান, ' আমি দুঃখিত অঙ্কিত শর্মার মৃত্যুর খবরে। তিনি ন্যায় বিচার পান। আমি এই ঘটনায় যুক্ত নই। একটি পুরো তদন্ত হোক।' এভাবেই আইবি অফিসারের মৃত্যুতে নিজের অবস্থান স্পষ্ট করেন তাহির।

'আমি পুলিশের কাছে আবেদন করি'

'আমি পুলিশের কাছে আবেদন করি'

তাহির হুসেনের বাড়ির ছাদে পোট্রোল বোমা ছিল বলে অভিযোগল উঠেছে। অভিযোগ রয়েছে দাঙ্গার দিন তাঁর বাড়ি থেকেই পাথর ছোঁড়া হয়, তলে গুলি। আর সেই অভিযোগ উড়িয়ে দিয়ে তাহির হুসেন জানান, ' আমি পুলিশকে আবেদন জানাই যে এলাকায় যেন তাঁরা থাকেন। কারণ আমার বাড়ি টার্গেট করা হচ্ছিল। আমার বাড়িতে মানুষ চড়তে শুরু করে। পুলিশ সঠিক কথা বলতে পারবে। আমি পুলিশের সঙ্গে সহযোগিতা করেছি।'

'আমি দাঙ্গা বনধ করতে চেয়েছি'

'আমি দাঙ্গা বনধ করতে চেয়েছি'

আইবি অফিসার খুনে অভিযুক্ত তাহির হুসেনের দাবি, তিনি সম্পূর্ণ নির্দোষ। আপের এই কাউন্সিলার বলেন, ' আমি নির্দোষ। আমি মানুষকে আমার বিল্ডিং এ উঠে পড়া থেকে ঠেকিয়েছিলাম। ২৪ ফেব্রুয়ারি পুলিশ একটি তল্লাশি অভিযান চালায় আমার বিল্ডিং এ। সেখান থেকে আমাদের সরিয়ে দেওয়া হয় নিরাপদ জায়গায়। ২৫ ফেব্রুারি বিকেল ৪ টে পর্যন্ত পুলিশ আমার বিল্ডিং এ ছিল। '

English summary
AAP suspends Tahir Hussain who was accused in IB officers death
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X