For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

আম আদমি পার্টির মুখ নন 'আম আদমি', সম্পত্তি কোটি টাকার

  • By Ananya Pratim
  • |
Google Oneindia Bengali News

কেজরি
নয়াদিল্লি, ২৪ এপ্রিল: আম আদমি পার্টির অরবিন্দ কেজরিওয়াল মোটেও 'আম আদমি' নন! নির্বাচন কমিশনের কাছে যে হলফনামা জমা দিয়েছেন তিনি, তা থেকে অন্তত এটাই মালুম হচ্ছে। স্থাবর ও অস্থাবর সম্পত্তি মিলিয়ে অরবিন্দ কেজরিওয়াল ও তাঁর স্ত্রীর সম্পত্তির পরিমাণ দু'কোটি চোদ্দো লক্ষ টাকা। এক্ষেত্রে অনেক পিছনে বিজেপি-র নরেন্দ্র মোদী।

গতকাল বারাণসী কেন্দ্র থেকে মনোনয়ন পেশ করেছেন অরবিন্দ কেজরিওয়াল। দেখা যাচ্ছে, গাজিয়াবাদের ইন্দিরাপুরম এবং হরিয়ানার শিবানীতে তাঁর দু'টি ফ্ল্যাট রয়েছে। এর বাজারদর যথাক্রমে ৫৫ লক্ষ এবং ৩৭ লক্ষ টাকা। তাঁর স্ত্রী সুনীতার একটি ফ্ল্যাট রয়েছে গুরগাঁওতে। ২২৪৪ বর্গফুটের এই ফ্ল্যাটটির দাম এক কোটি টাকা। এ ছাড়া অরবিন্দ কেজরিওয়ালের অস্থাবর সম্পত্তির পরিমাণ ৪২৫,০৮৫ টাকা। স্ত্রীর অস্থাবর সম্পত্তির পরিমাণ ১,৭৪১,৫৮৩ টাকা। এর মধ্যে ধরা আছে ৩০০ গ্রাম সোনা, যার বাজারদর এখন ন'লক্ষ টাকা।

তিনি আরও বলেছেন, তাঁর হাতে রয়েছে ১৫ হাজার টাকা নগদ। স্ত্রীর কাছে রয়েছে ১০ হাজার টাকা নগদ। অরবিন্দ কেজরিওয়ালের কোনও ঋণ নেই। কিন্তু তাঁর স্ত্রী ৩০ লক্ষ টাকা ঋণ নিয়েছিলেন ভারতীয় স্টেট ব্যাঙ্কের কাছ থেকে। এক আত্মীয়ের কাছ থেকে ঋণ করেছিলেন ১১ লক্ষ টাকা। অর্থাৎ তাঁর ঋণের পরিমাণ ৪১ লক্ষ টাকা।

২০১২-১৩ অর্থবর্ষে অরবিন্দ কেজরিওয়ালের রোজগার ছিল ২০৫,৬০০ টাকা। তাঁর স্ত্রীর রোজগার ছিল ৯৮৪,৫৭০ টাকা।

অন্যদিকে, নরেন্দ্র মোদীর মনোনয়নপত্র থেকে দেখা যাচ্ছে, তাঁর অস্থাবর সম্পত্তির পরিমাণ ৫,১৫৭,৫৮২ টাকা। তাঁর কোনও গাড়ি নেই। গুজরাতের গান্ধীনগরে একটি বাড়ি রয়েছে। এর বাজারদর এখন এক কোটি টাকা। এ ছাড়া দেশের কোথাও আর কোনও সম্পত্তি নেই তাঁর।

এদিকে বরোদার পর এদিন বারাণসী থেকে মনোনয়ন পেশ করেন নরেন্দ্র মোদী। এই উপলক্ষে বারাণসী জনসমুদ্রের চেহারা নেয়। তাঁকে এক ঝলক দেখতে ভিড় উপচে পড়েছিল মন্দিরনগরীর রাস্তায়।

English summary
Aam Aadmi Party's Arvind Kejriwal is not an 'aam aadmi', but 'crorepati'
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X