For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

এই পরিচয়পত্রগুলি না থাকলে এবার থেকে 'বুক' করা যাবে না বিমানের টিকিট

এবার থেকে দেশের আভ্যন্তরীণ বিমান পরিষেবায় টিকিট বুকিং এর ক্ষেত্রে এবার স্বচিত্র পরিচপত্র বা আইডি কার্ড বাধ্যতামূলক করতে চলেছে কেন্দ্র।

  • |
Google Oneindia Bengali News

এবার থেকে দেশের আভ্যন্তরীণ বিমান পরিষেবায় টিকিট বুকিং এর ক্ষেত্রে এবার স্বচিত্র পরিচপত্র বা আইডি কার্ড বাধ্যতামূলক করতে চলেছে কেন্দ্র। কেন্দ্রের 'নো ফ্লাই লিস্ট' সংক্রান্ত নিয়মের প্রেক্ষিতে এই নির্দেশ আসতে চলেছে। বিমানে এবার থেকে টিকিট বুকিং এর জন্য প্রয়োজন আধার, ড্রাইভিং লাইসেন্স, পাসপোর্ট, বা প্যান কার্ড।

এই পরিচয়পত্রগুলি না থাকলে এবার থেকে 'বুক' করা যাবে না বিমানের টিকিট

এখনও পর্যন্ত বোটার আইডি কার্ডকে বাধ্যতামূলক করা হবে কী না, তা নিয়ে স্পষ্ট করে সরকারের তরফে কিছু বলা হয়নি। এবিষয়ে নির্বাচন কমিশনের সঙ্গে কথা বলছে সরকার। অসামরিক বিমান পরিষেবা মন্ত্রকের রাষ্ট্রমন্ত্রী জয়ন্ত সিনহা জানিয়েছেন , 'নো ফ্লাই লিস্ট' নিয়ে তাঁরা বেশ কিছু নিয়ম লাগু করতে চলেছেন। সেই নিয়ম অনুযায়ী যাঁরা আধার নম্বর দেবেন , সেই যাত্রীরা পাবেন একটি ডিজিটাল বোর্ডিং কার্ড।

এই পরিচয়পত্রগুলি না থাকলে এবার থেকে 'বুক' করা যাবে না বিমানের টিকিট

উল্লেখ্য, এই ' নো ফ্লাই লিস্ট 'বলতে বোঝায় যাঁরা বিমান পরিষেবা থেকে বঞ্চিত হবেন তাঁদের নামের তালিকা। মূবত মার্কিন যুক্তরাষ্ট্রে জঙ্গি কার্যকলাপ রোখার জন্য এই পদ্ধতির অনুসরণ করা হয়। সেই ভাবে ভৈরতও নো ফ্লাই লিস্ট তৈরি করবে নিরাপত্তাজনিত কারণে। এই লিস্ট বা তালিকায় যাঁদের নাম অন্তর্ভুক্ত করা হবে , তাঁদের বিরুদ্ধে অপরাধ মূলক কাজ বা বিমানে খারাপ ব্যবহারের পুরনো রেকর্ড থাকতে হবে, তবেই তাঁকে এই লিস্টের অন্তর্ভুক্ত করা যাবে বলে জানিয়েছে সংশ্লিষ্ট মন্ত্রক।

English summary
Identity documents like Aadhaar card, driving licence, passport or pan card will be mandatory to book ticket of a domestic flight after the Centre comes with the final rules for “no fly list” on Friday, reported Times of India. The government is yet to take the final call on Election Commission voter ID card to be acceptable for booking domestic tickets. Passport number is already mandatory for international travel.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X