For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

Universal Account Number-এর সঙ্গে এক ক্লিকেই লিঙ্ক করা যাবে Aadhaar কার্ড! রইল একেবারে সহজ একটা পদ্ধতি

শুধু তাই নয়, এতে কর্মচারীর ব্যাঙ্ক অ্যাকাউন্ট ডিটেলও দেওয়া রয়েছে। তবে বলে রাখা প্রয়োজন, Universal Account Number এর সঙ্গে আধার কার্ডের লিঙ্ক করানোর সময়সীমা আরও একবার বাড়িয়ে দেওয়া হয়েছে। এই সময়সীমা আগে ১লা সেপ্টেম্বর ২০২১

  • |
Google Oneindia Bengali News

Employees Provident Fund Organization (EPFO) ইপিএফ হোল্ডার্স (EPF Account Holders) দের জন্যে বড়সড় স্বস্তির খবর।

ইপিএফ নর্থ-ইস্টের প্রতিষ্ঠান এবং বিশেষ কিছু প্রতিষ্ঠানের ক্ষেত্রে UAN এর সঙ্গে আধার কার্ড সংযুক্তিকরনের সময়সীমা ২০২১ সালের ৩১ ডিসেম্বর মাস পর্যন্ত বাড়িয়ে দেওয়া হয়েছে।

EPFO এর তরফে আধিকারিকরা ইতিমধ্যে টুইট করে এই বিষয়ে বিস্তারিত জানিয়েছেন। এই সিদ্ধান্তে সুবিধা হবে বলে মনে করা হচ্ছে।

UAN- EPF অ্যাকাউন্টের সঙ্গে লিঙ্ক করা হয়ে থাকে

UAN- EPF অ্যাকাউন্টের সঙ্গে লিঙ্ক করা হয়ে থাকে

যদি কোনও কর্মচারীর থেকে Provident Fund এর টাকা কাটা হয় তাহলে ১২ অঙ্কের একটা Universal Account Number দেওয়া হয় EPFO এর তরফে। এতে অ্যাকাউন্ট হোল্ডার ( account holder) এর প্রত্যেক পিএফ অ্যাকাউন্টের তথ্য এক জায়গাতে থাকে। UAN- EPF অ্যাকাউন্টের সঙ্গে লিঙ্ক করা হয়ে থাকে।

শুধু তাই নয়, এতে কর্মচারীর ব্যাঙ্ক অ্যাকাউন্ট ডিটেলও দেওয়া রয়েছে। তবে বলে রাখা প্রয়োজন, Universal Account Number এর সঙ্গে আধার কার্ডের লিঙ্ক করানোর সময়সীমা আরও একবার বাড়িয়ে দেওয়া হয়েছে।

এই সময়সীমা আগে ১লা সেপ্টেম্বর ২০২১ সাল পর্যন্ত ছিল। কিন্তু সেই সময়সীমা বাড়িয়ে ৩১ ডিসেম্বর করে দেওয়া হয়েছে। রইল গোটা প্রক্রিয়া।

EPF এর সঙ্গে Aadhaar লিঙ্ক করার পদ্ধতি

EPF এর সঙ্গে Aadhaar লিঙ্ক করার পদ্ধতি

বলে রাখা প্রয়োজন, এই কাজ করার জন্যে কোনও ছোটাছুটি করার দরকার নেই। একেবারে ঘরে বসে ঠান্ডা মাথাতে UAN এর সঙ্গে আধার কার্ড লিঙ্ক করাতে পারবেন। শুধু সময় করে ঠান্ডা মাথাতে Employees Provident Fund Organization এর ওয়েবসাইটটি খুলতে হবে।

এছাড়া উমং অ্যাপের মাধ্যমেও এই কাজ অরা যেতে পারে। এছাড়াও EPFO এর e-KYC পোর্টালে গিয়ে OTP verification এর মধ্য দিয়েও UAN এর সঙ্গে আধার কার্ড লিঙ্ক করানো সম্ভব। এছাড়াও EPFO এর e-KYC পোর্টালে গিয়েও biometric credentials এর মাধ্যমেও লিঙ্ক করা যেতে পারে।

গোটা প্রক্রিয়া এক নজরে-

গোটা প্রক্রিয়া এক নজরে-

এর জন্যে EPFO Member e-SEWA এর পোর্টাল https://unifiedportal-mem.epfindia.gov.in/ এই লিঙ্কে ক্লিক করতে হবে।

UAN নম্বর এবং পাসওয়ার্ড দিয়ে লগ ইন করতে হবে। এরপর ম্যানেজ ট্যাবে গিয়ে KYC এর উপর ক্লিক করতে হবে।

একটা নতুন পেজ খুলে যাবে। Add KYC এর উপর আপনার Aadhaar নম্বর এবং PAN নম্বর দিতে হবে।

আপনার Pending KYC Tab এর উপর আপনার তথ্যগুলি উঠে আসবে
এরপর EPFO লিকিং অ্যাপ্রুভ করবে। এরপর Approved KYC ট্যাবে ক্লিক করতে হবে। এভাবে আধার ইপিএফের সঙ্গে লিঙ্ক হয়ে যাবে।

English summary
Aadhaar card can be linked with UAN in just one click
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X