পাঞ্জাবের ৮০ শতাংশ তরুণ মাদকাসক্ত, দাবি রামদেবের
চণ্ডীগড়, ৯ মে : যোগ ব্যায়াম ও আযুর্বেদের প্রচারের জন্য হরিয়ানার ব্র্যান্ড অ্যাম্বাসাডার যোগগুরু রামদেব। বাবা রামদেবের দাবি, পাঞ্জাবের ৮০ শতাংশ তরুণই মাদকাসক্ত।
শুক্রবার এক সাংবাদিক সম্মেলনে তিনি বলেন, "পাঞ্জাবের ৮০ শতাংশ তরুণ মাদকাসক্তির জালে আটকা পড়েছেন। আমি যখনই বিদেশভ্রমণে যাই বহু মানুষ আমাকে বলেন কিছু করে পাঞ্জাবকে রক্ষা করুন।"

এই অনুষ্ঠানে রামদেবের সঙ্গে উপস্থিত ছিলেন তাঁর ঘণিষ্ঠ বালকৃষ্ণান। হরিয়ানায় যোগব্যায়াম ও আযুর্বেদিকের প্রচার নিয়ে রাজ্যের মুখ্যমন্ত্রী মনোহর লাল খট্টর এবং বিজেপির অন্যান্য বরিষ্ঠ নেতা, সরকারের উচ্চ আধিকারিকদের সঙ্গে দেখা করেন রামদেব।
রামদেব বলেন, হরিয়ানা সরকারের সঙ্গে একটি প্রকল্পে কাজ করছি যার মাধ্যমে যুবশক্তিকে ইতিবাচক পথে চালিতা করা যাবে।
মুখ্যমন্ত্রীর উপস্থিতিতেই রামদেব বলেন, সমগ্র ভারতের মধ্যে হরিয়ানা মডেল রাজ্য হয়ে উঠবে যেখানে একদিকে যোগব্যায়াম তরুণদের মাদকাসক্তির জাল থেকে বের করে আনবে, অন্যদিকে আমার আশা ক্রীড়াক্ষেত্রেও ১ নম্বর স্থানে উঠে আসবে হরিয়ানা।
পাশাপাশি রামদেব এও বলেন যে, বহুল সংখ্যায় যোগশালা এবং ব্যায়ামশালা চালু করা হবে, যার বলে মাদকপীড়িতদের আবার জীবনের মূলস্রোতে ফিরিয়ে আনা সম্ভব হবে।