For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

বিজেপি শাসিত রাজ্যে ভোর থেকে সংঘর্ষ! মৃত ৮ মাওবাদী

ছত্তিসগড়ের বস্তারে বিজাপুর ও দান্তেওয়াড়া জেলার সীমান্তে নিরাপত্তা বাহিনীর সঙ্গে সংঘর্ষে মারা গিয়েছে আট মাওবাদী। সংঘর্ষের এলাকা থেকে দুটি ইনসাস রাইফেল উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছেন এক পুলিশ অফিসার।

  • |
Google Oneindia Bengali News

ছত্তিসগড়ের বস্তারে বিজাপুর ও দান্তেওয়াড়া জেলার সীমান্তে নিরাপত্তা বাহিনীর সঙ্গে সংঘর্ষে মারা গিয়েছে আট মাওবাদী। সংঘর্ষের এলাকা থেকে দুটি ইনসাস রাইফেল উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছেন সিনিয়র পুলিশ আধিকারিক। নিরাপত্তা বাহিনীর অনুমান, মাওবাদীরা প্রচুর পরিমাণ গোলাবারুদ এবং বিস্ফোরক নিয়ে এলাকায় জমায়েত করেছিল।

মাওবাদীদের ৮ টি দেহ উদ্ধার

মাওবাদীদের ৮ টি দেহ উদ্ধার

আটটি দেহ উদ্ধারের পরেও সেখান থেকে বিক্ষিপ্তভাবে গোলাগুলির আওয়াজ পাওয়া যাচ্ছে বলে জানা গিয়েছে। পরবর্তী পর্যায়ে এলাকায় আরও নিরাপত্তা বাহিনী পাঠানো হয়েছে।

মাওবাদী বিরোধী অপারেশনের ডিআইজি পি সুন্দর রাজ সাংবাদ মাধ্যমকে বলেছেন, বৃহস্পতিবার সকাল ছটা নাগাদ গোলাগুলি শুরু হয়। বিজাপুর ও দান্তেওয়াড়া জেলার সীমান্তে তিমেনার এবং পুষানারের মধ্যে দান্তেওয়াড়া ডিস্ট্রিক্ট রিজার্ভ গার্ড এবং স্পেশাল টাস্কফোর্সের সঙ্গে সংঘর্ষ শুরু হয়। ঘটনাস্থল থেকে দুটি ইনসাস রাইফেল, একটি বারো বোরের রাইফেল-সহ আরও বেশ কিছু অস্ত্র উদ্ধার করা হয়েছে। ডিআইজি আরও জানিয়েছেন, ৮টি দেহের মধ্যে ৪ জন পুরুষ এবং ৪ জন মহিলার।

বস্তারের অপর এক পুলিশ আধিকারিক জানিয়েছেন, বিশ্বস্ত সূত্রে খবর পেয়ে এলাকায় তল্লাশি অভিযান শুরু করে দান্তেওয়াড়া ডিআরজি এবং এসটিএফ। গাঙ্গালুর এবং বিজাপুরে মাওবাদীদের সঙ্গে গুলি বিনিময় হয়। তবে তিমেনার এলাকা ঘিরে ফেলতেই মাওবাদীদের দিক থেকে ব্যাপকভাবে গুলি বর্ষণ শুরু করা হয়। পাল্টা গুলি চালায় নিরাপত্তা বাহিনী।

 জওয়ানদের কাঁধে সহকর্মীর দেহ/ ফাইল

জওয়ানদের কাঁধে সহকর্মীর দেহ/ ফাইল

গতমাসের শেষ সপ্তাহে লাতেহারের বুড়া পাহাড়ে মাওবাদীদের ল্যান্ডমাইন বিস্ফোরণে নিরাপত্তা বাহিনীর এক সদস্যের মৃত্যু হয়।

রাঁচির পথে আক্রান্ত জওয়ান/ ফাইল

রাঁচির পথে আক্রান্ত জওয়ান/ ফাইল

বুড়া পাহাড়ে সংঘর্ষে আহত নিরাপত্তা বাহিনীর এক জওয়ানকে হেলিকপ্টারে রাঁচি নিয়ে যাওয়া হয়েছিল।

নিহত সিআরপিএফ জওয়ান নির্মল ঘোষের পরিবার/ ফাইল

নিহত সিআরপিএফ জওয়ান নির্মল ঘোষের পরিবার/ ফাইল

এমাসের দ্বিতীয় সপ্তাহের শুরুতেই মাওবাদীদের সঙ্গে সংঘর্ষে মারা গিয়েছিলেন মুর্শিদাবাদের বাসিন্দা সিআরপিএফ জওয়ান নির্মল ঘোষ। ১২ জুলাই তাঁর শেষকৃত্য সম্পন্ন হয়।

English summary
8 Maoists killed in an encounter in Chhattisgarh
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X