For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

জলের তোড়ে ভেসে গেল ৩ মাসের শিশু! বানভাসি বিহারে মৃত ৬৭, অসমে ২৭ জন

সোশ্যাল মিডিয়ায় বারবার এই কয়েকদিনে ফুটে উঠেছে এক করুণ দৃশ্য। যেখানে দেখা গিয়েছে, এক মা ও তাঁর ৪ শিশু গিয়েছিলেন বাগমতী নদীতে। আর সেখানে জলের তোড়ে ভেসে যায় ৩ মাসের শিশুটি। এই ছবি বিহারের।

  • |
Google Oneindia Bengali News

সোশ্যাল মিডিয়ায় বারবার এই কয়েকদিনে ফুটে উঠেছে এক করুণ দৃশ্য। যেখানে দেখা গিয়েছে, এক মা ও তাঁর ৪ শিশু গিয়েছিলেন বাগমতী নদীতে। আর সেখানে জলের তোড়ে ভেসে যায় ৩ মাসের শিশুটি। এই ছবি বিহারের। যেখানে বন্যার জলের দুর্যোগ প্রাণ কেড়ে নিয়েছে ৬৭ জনের। অন্যদিকে, করুণ ছবি উঠে আসছে অসম থেকে। সেখানেও মৃতের সংখ্যা ২৭ জন।

অসমের পরিস্থিতি

অসমের পরিস্থিতি

এক করুণ অসহায় অবস্থা অসমের কাজিরাঙ্গায়। সেখানের বন্যায় রীতিমতো দিশাহীন বন্য পশুরা। অন্যদিকে, গ্রামের পর গ্রাম বানভাসী অসমে। মৃতের সংখ্যা সেরাজ্যে দাঁড়িয়েছে ২৭ জনে। অসমের মোট ২৯ টি জেলা বন্যাকবলিত। পরিস্থিতি সামাল দিতে নেমেছে অসম স্টেট ডিজাস্টার ম্যানেজমেন্ট। অসম প্রশাসন জানিয়েছে, কাজিরাঙ্গায় মৃত্যু হয়েছে এক গণ্ডারের।

 অসমে বানভাসীর সংখ্যা কত?

অসমে বানভাসীর সংখ্যা কত?

অসমে বানভাসী প্রায় ৫৫ লাখ মানুষ। যাঁদের মধ্যে দেড় লাখ মানুষকে ইতিমধ্যেই উদ্ধার করেছে বিপর্যয় মোকাবিলা দফতর। বিভিন্ন ত্রাণ শিবিরে ৪২৭ জনকে আশ্রয় বিপর্যয় মোকাবিলা দফতর। অন্যদিকে, ক্রমেই ফুঁসে উঠছে ব্রহ্মপুত্র।যার জেরে ভেসে গিয়েছে ধুবড়ি, গোয়ালপাড়া, জেতপুরের মতো এলাকা।

বিহারের বন্যায় মৃতের সংখ্যা ৬৭

বিহারের বন্যায় মৃতের সংখ্যা ৬৭

বিহারও ক্রমশ বন্যার গ্রাসে যেতে শুরু করেছে। মধুবনী, সীতামারহি, পুর্ণিয়া,আরারিয়ার মতো এলাকায় মৃতের সংখ্যা ক্রমেই বাড়ছে। বানভাসী বিহারে এপর্যন্ত মৃত্যু হয়েছে ৬৭ জনের। ১২ টি জেলা এতে প্রভাবিত। ৪৮ লাখ মানুষ এই মুহূর্তে বানভাসী বিহারে। পরিস্থিতি সামাল দিতে ত্রাণে নেমেছে জাতীয় বিপর্যয় মোকাবিলা দল।

English summary
67 killed in Bihar and 27 died in Assam floods, tense situation grips
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X