For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

পাকিস্তানের ফের আক্রমণ, এবার নিশানায় ৬৩ বিএসএফ শিবির, আহত ২০

Google Oneindia Bengali News

পাকিস্তানের ফের আক্রমণ, এবার নিশানায় ৬৩ বিএসএফ শিবির, আহত ২০
জম্মু, ৮ অক্টোবর : সোমবারের পর ফের মঙ্গলবার রাতে নতুন করে আক্রমণ চালাল পাক সেনাবাহিনী। আবারও যুদ্ধবিরতির চুক্তি লঙ্ঘণ করে ৬৩টি বিএসএফ ঘাটিতে হামলা চালাল পাকিস্তান। গোলা-গুলি, মর্টার শেলের আঘাতে আহত হয়েছে ৫ গ্রামবাসী এবং চার জওয়ান-সহ মোট ২০ জন।

সূত্রের খবর অনুযায়ী, কাঞ্চক, আরনিয়া, পারগওয়াল সেক্টরের প্রায় সমস্ত ভারতীয় ঘাঁটিতেই আক্রমণ চালায় পাক সেনারা। সাম্বা,হীরানগর এবং আর এস পুরা সেক্টরেও হামলা চালায় তারা। এর মধ্যে কিছু কিছু এলাকায় এখনও আক্রমণ-পাল্টা আক্রমণ অব্যাহত রয়েছে।

<blockquote class="twitter-tweet blockquote" lang="en"><p>RS Pura Sector (J&K): Ceasefire violation, Civilians injured in firing by Pakistan <a href="http://t.co/QhXh7jDtrJ">pic.twitter.com/QhXh7jDtrJ</a></p>— ANI (@ANI_news) <a href="https://twitter.com/ANI_news/status/519699746013712384">October 8, 2014</a></blockquote> <script async src="//platform.twitter.com/widgets.js" charset="utf-8"></script>

ভারতীয় সেনার তরফে জানানো হয়েছে পাকিস্তানের আক্রমণের যোগ্য জবাব দিয়েছে ভারত। মঙ্গলবার পাকিস্তানের এহেন আচরণে ক্ষুব্ধ কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী রাজনাথ সিং। পাকিস্তানকে স্বরাষ্ট্রমন্ত্রীর হুঁশিয়ারি বার্তা, সীমান্তে আক্রমণ এখনই বন্ধ করুক পাকিস্তান। পাকিস্তানের এ হেন বারবার যুদ্ধবিরতি লঙ্ঘণ নরেন্দ্র মোদী নেতৃত্বাধীন কেন্দ্রীয় ভারত সরকার কখও বরদাস্ত করবে না। তাই যুদ্ধবিরতি লঙ্ঘণের আগে দ্বিতীয়বার তাদের ভাবা উচিত।

ভারতীয় সেনা সূত্রে জানা গিয়েছে, গতকালই হটলাইনে ভারত ও পাকিস্তানের উচ্চপদস্থ সেনা আধিকারিকরা মিনিট পাঁচেক কথা বলেন। কিন্তু তাতে যুদ্ধবিরতি চুক্তি লঙ্ঘণের জন্য একে অপরকে দোষারোপ করতে থাকে।

রবিবার রাত থেকেই পাকিস্তান দফায় দফায় আক্রমণ চালাচ্ছে। সোমবার ৯ গ্রামবাসীর মৃত্যুও হয়েছে। সেই কারণে গ্রামবাসীদের নিরাপত্তার স্বার্থে ভারতীয় সেনাবাহিনী গত তিন দিনে আরনিয়া থেকে ২০,০০০ গ্রামবাসী এবং অন্যান্য গ্রাম থেকে আরও হাজার হাজার মানুষকে স্থানান্তরিত করেছে।

English summary
63 BSF Posts Targeted by Pakistan in Fresh Firing; 20 Injured
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X