For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

কাশ্মীর সীমান্ত পেরিয়ে ভারতে ঢুকতে তৈরি অন্তত ৭০জন জঙ্গি, গোপন রিপোর্ট সেনার

ডজন ডজন জঙ্গি সীমান্তের ওপারে পাকিস্তানি তৈরি হয়ে রয়েছে এদেশে অনুপ্রবেশের জন্য।

  • |
Google Oneindia Bengali News

জম্মু ও কাশ্মীর সীমান্ত দিয়ে জঙ্গি অনুপ্রবেশ কিছুটা কমলেও ওপারের জঙ্গিদের চেষ্টার খামতি নেই। ডজন ডজন জঙ্গি সীমান্তের ওপারে পাকিস্তানি তৈরি হয়ে রয়েছে এদেশে অনুপ্রবেশের জন্য। সোমবার এক রিপোর্ট পেশ করে জানিয়েছে ভারতীয় সেনা।

কাশ্মীর সীমান্ত পেরিয়ে ভারতে ঢুকতে তৈরি অন্তত ৭০জন জঙ্গি

ইন্টেলিজেন্স রিপোর্ট বলছে, পাকিস্তানি জঙ্গিরা গত কয়েকমাস ধরে সমানে এদেশে অনুপ্রবেশে চেষ্টা করে চলেছে। সেটা আঁচ করেই কাশ্মীর সীমান্তে ভারতীয় সেনাও নজরদারি আরও কয়েকগুণ বাড়িয়ে দিয়েছে।

জিওসি১৯ ডিভিশনের মেজর জেনারেল আরপি কালিতা জানিয়েছেন, অন্তত ৬০-৭০ জন জঙ্গি সীমান্তের ওপারে জঙ্গি লঞ্চ প্যাডে অপেক্ষা করে রয়েছে কবে ভারতে ঢুকবে সেই উদ্দেশ্যে। তবে সেনা সতর্ক রয়েছে। বিশেষ করে বারামুল্লা, গুলমার্গ, নওগ্রামের মতো এলাকায় বিশেষ নজরদারি চলছে বলে মেজর কালিতা জানিয়েছেন।

সেনার তরফে খবর, উত্তর কাশ্মীরের তাংধার সেক্টরে জঙ্গিদের অনুপ্রবেশের বড় প্রচেষ্টা ব্যর্থ হয়েছে। সীমান্তে সন্দেহজনক গতিবিধি খেয়াল করে সেনা। পরে সন্দেহভাজনকে গ্রেফতার করলে বড় রহস্য ফাঁস হয়। আগামিদিনে সীমান্ত এলাকায় জঙ্গি দমনে বড়সড় তল্লাশি অভিযানের কথাও উল্লেখ করেছে সেনা।

English summary
60 to 70 terrorists are waiting to cross over to India from Pakistan, warns Indian Army
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X