For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

গোয়া জয়েও মোদীর উন্নয়ন! জেতার খবরে কাঁদলেন প্রাক্তন মন্ত্রী

৭ হাজার ভোটে এগিয়ে বিজেপির বিশ্বজিৎ রানে

  • |
Google Oneindia Bengali News

আজ পাঁচ রাজ্যের নির্বাচনের ফলাফল। ভোটে এগিয়ে রয়েছেন তিনি। গাড়িতে বসেই গোয়ার প্রাক্তন মন্ত্রী তথা বিশ্বজিৎ রানে আনন্দে কেঁদে ফেললেন। তার কেন্দ্র ছিল ভালপোই। সেখানে সাত হাজারের বেশি ভোটে এগিয়ে আছেন তিনি। ভোটের রেজাল্ট দেখা যাচ্ছে, গোড়ায় জিততে চলেছে বিজেপি। সেখানে তাকে এই জয়ের জন্য প্রশাসনের প্রশংসা করেন প্রধানমন্ত্রীর নরেন্দ্র মোদীও।


বিশ্বজিৎ রানে কী বললেন

বিশ্বজিৎ রানে কী বললেন

বিশ্বজিৎ রানা জানান, 'প্রথমেই আমি নরেন্দ্র মোদীকে কৃতজ্ঞতা জানাই। তিনি গোয়া রাজ্য যা করেছেন তা অনেক। তাছাড়া জনগণ আমার প্রতি যে বিশ্বাস রেখেছে, তার জন্য তাদেরকে আন্তরিকভাবে কৃতজ্ঞতা জানাই আমি। এটা আমার না জনগণ ও বিজেপির জয়। কংগ্রেস এবং অন্যান্য রাজনৈতিক দল জনগণকে বোকা বানিয়েছে।' আমার প্রতি জনগণের আশ্বাস দেখে আমার খুব ভালো লাগছে। গাড়িতে বসেই কথাগুলো বললেন বিজেপি নেতা। তাকে যেন আবার মুখ্যমন্ত্রীর পদ দেওয়া হয়, এমনই দাবিতে স্লোগান তুলছে তার সমর্থকরা। একক সংখ্যাগরিষ্ঠতা নিয়েই গোয়ায় সরকার গঠনের পথে বিজেপি।

তিনি আরও জানান

তিনি আরও জানান

রানে জানান, বর্তমানে গোয়া সরকার নারীদের ক্ষমতায়ন ও সড়ক কাঠামোর উন্নয়ন করতে অনেক কাজ করেছেন। তিনি আস্থা রাখেন বিজেপি সরকার রাজ্য গঠন করবে। সকাল সাড়ে ১১ টার রেজাল্ট অনুযায়ী জানা গিয়েছে গোয়ায় ৪০ টি আসনে এগিয়ে বিজেপি। ১৭ টি আসনে এগিয়ে রয়েছে কংগ্রেস।

মোট ভোটারের সংখ্যা ছিল

মোট ভোটারের সংখ্যা ছিল

চলতি বছরের ১৪ ই ফেব্রুয়ারি গোয়ায় ছিল বিধানসভা নির্বাচন। সেখানে মোট ভোটারের সংখ্যা ছিল ১১ লক্ষ ৬৪ হাজার। ভোট দিয়েছিলেন ৯ লক্ষ ২৭ হাজার।

 কে কে এগিয়ে রয়েছে

কে কে এগিয়ে রয়েছে

প্রসঙ্গত, এখন পর্যন্ত ইলাহাবাদ পশ্চিম থেকে পিছিয়ে বিজেপির সিদ্ধার্থনাথ সিং। এগিয়ে রয়েছে পঞ্জাবে কংগ্রেস ১৭, আপ ৯১, অকালি ৬, বিজেপি ২ টি ও অন্যরা ১ টি আসনে। বিজেপি সাংসদ হেমামালিনী বলেন, মানুষের উন্নয়নে কাজ করায় সমর্থন বললেন।

English summary
BJP's Candidate Vishwajit Rane ahead by 7,000 votes
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X