For Daily Alerts
২০১৩ বুদ্ধ গয়া বিস্ফোরণে দোষী সাব্যস্ত পাঁচজনের যাবজ্জীবন সাজা ঘোষণা
এনআইএ আদালত বিহারের বুদ্ধ গয়া ধারাবাহিক বিস্ফোরণ মামলায় দোষী সাব্যস্ত পাঁচজনকে যাবজ্জীবন কারাদণ্ডের সাজা শোনাল। ২০১৩ সালের ৭ জুলাই এই বিস্ফোরণ পাঁচজন আহত হন যার মধ্যে ২ জন সন্ন্যাসী ছিলেন।

যাবজ্জীবনের সাজার পাশাপাশি দোষীদের ১০ হাজার টাকা করে জরিমানা করা হয়েছে। বিচারক মনোজ কুমার সিনহা আর এক দোষী সাব্যস্ত হায়দর আলিকে ১৪ বছরের কারাদণ্ড ও আর এক অভিযুক্ত ওমেইর সিদ্দিকিকে ৩ বছরের সাজা শুনিয়েছে।
গত ২৫ মে এনআইএ আদালত ইমতিয়াজ আনসারি, হায়দর আলি, মুজিব উল্লাহ, ওমেইর সিদ্দিকি, আজহারউদ্দিন কুরেশিকে ভারতীয় দণ্ডবিধির একাধিক ধারায় দোষী সাব্যস্ত করে। ষষ্ঠ দোষী সাব্যস্ত তৌফিক আহমেদ নাবালক ছিল সেসময়। তাকে তিন বছরের সাজা শোনানো হয়।