For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

দলিত বিক্ষোভে উত্তাল দেশ, একদিনে মৃত ৬, হিংসায় তপ্ত উত্তর, মধ্য ও পশ্চিম ভারত

সুপ্রিমকোর্টের রায়ে অসন্তোষ জানিয়ে সারা দেশে দলিতরা বিক্ষোভ ও বনধে শামিল হয়েছে এদিন। তার জেরে উত্তর, মধ্য ও পশ্চিম ভারত উত্তাল হয়েছে।

  • |
Google Oneindia Bengali News

সুপ্রিমকোর্টের রায়ে অসন্তোষ জানিয়ে সারা দেশে দলিতরা বিক্ষোভ ও বনধে শামিল হয়েছে এদিন। তার জেরে উত্তর, মধ্য ও পশ্চিম ভারত উত্তাল হয়েছে। মধ্যপ্রদেশে ইতিমধ্যে ৫ জনের মৃত্যু হয়েছে। রাজস্থানে মারা গিয়েছেন ১জন।

দলিত বিক্ষোভে উত্তাল দেশ, একদিনে মৃত ৬

[আরও পড়ুন: এসসি-এসটি বিক্ষোভে উত্তাল সারা দেশ, ভারত বনধের ধুন্ধুমারে নিহত ১ ][আরও পড়ুন: এসসি-এসটি বিক্ষোভে উত্তাল সারা দেশ, ভারত বনধের ধুন্ধুমারে নিহত ১ ]

দলিত বিক্ষোভকে সমর্থন করলেও হিংসা ছড়ানো ব্যক্তিদের বিরুদ্ধে কড়া অবস্থান নিতে বলেছেন বহুজন সমাজ পার্টির প্রধান মায়াবতী। এদিকে উত্তরপ্রদেশে বিএসপি বিধায়ক যোগেশ বর্মাকে পুলিশ গ্রেফতার করেছে। তিনি উত্তরপ্রদেশে হিংসা ছড়ানোর মূলে বলে পুলিশ দাবি করেছে।

রাজস্থানের জয়পুরে, গুজরাতের সারংপুরে দলিতদের ব্যাপক বিক্ষোভ হয়েছে। নানা জায়গায় হিংসা থামাতে আসা পুলিশকর্মীদের আহত হতে হয়েছে।

দলিত বিক্ষোভে উত্তাল দেশ, একদিনে মৃত ৬, হিংসায় তপ্ত উত্তর, মধ্য ও পশ্চিম ভারত

[আরও পড়ুন:সুপ্রিম কোর্টের আদেশের বিরুদ্ধে ভারত বনধ! বিভিন্ন জায়গায় বন্ধ রেল যোগাযোগ][আরও পড়ুন:সুপ্রিম কোর্টের আদেশের বিরুদ্ধে ভারত বনধ! বিভিন্ন জায়গায় বন্ধ রেল যোগাযোগ]

রাজস্থানের জয়সলমের, আলওয়ার, জালোর, পালি, শিরোহী, যোধপুর, উত্তরপ্রদেশের আগ্রা, ফরিদাবাদ, মুজফফরনগর এদিকে হরিয়ানার যমুনানগরে বিক্ষোভের জেরে স্তব্ধ হয়েছে জনজীবন।

মধ্যপ্রদেশের গোয়ালিয়র, ভিন্দ, মোরেনা, সাগর, বালাঘাট, সতনা জেলায় ভারত বনধ ডাকা বিক্ষোভকারীরা হিংসা ছড়িয়েছেন। যার জেরে এতজন মানুষ নিহত হয়েছেন। এই মৃত্যুমিছিল আরও বাড়বে বলে আশঙ্কা করা হচ্ছে।

English summary
Several Dalit organisations have called for a 'bandh' on Monday expressing concerns over the alleged 'dilution' of SCs/STs (Prevention of Atrocities) Act following which northern states witness violent protests
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X