For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

বিশাল সংখ্যক আধার এনরোলমেন্ট সেন্টারকে 'ব্ল্যাকলিস্ট'-এ পাঠাল ইউআউডিএআই

প্রায় ৪৯ হাজার অপরেটরকে ব্ল্য়াকলিস্ট করল ইউনিক আইডেন্টিফিকেশন অথরিটি অব ইন্ডিয়া।

  • |
Google Oneindia Bengali News

প্রায় ৪৯ হাজার অপরেটরকে ব্ল্য়াকলিস্ট করল ইউনিক আইডেন্টিফিকেশন অথরিটি অব ইন্ডিয়া। এর আগে দেশের এক প্রথম সারির সংবাদপত্রে বহু আধার এনরেলমেন্ট সেন্টারের সম্পর্কে বেশ কিছু আর্থিক প্রতরাণামূলক তথ্য প্রকাশিত হয়। তারপরই নড়েচড়ে বসে প্রশাসন।

বিশাল সংখ্যক আধার এনরোলমেন্ট সেন্টারকে 'ব্ল্যাকলিস্ট'-এ পাঠাল ইউআউডিএআই

ইউআইডিএআই এর তরফে জাননো হয়েছে, তাদের কাছে বেশ কিছু আধার এনরোলমেন্ট সংস্থার বিরুদ্ধে অভিযোগ ছিল। মূলত, মানুষের কাছ থেকে তথ্য আদায় করে সেখানে আর্থিক তছরুপের মতো ঘটনা ঘটত বলে অভিযোগ ছিল। শুধুমাত্র কালো তালিকাতে রাখাই নয়, অভিযোগের তালিকায় থাকা আধার এনরোলমেন্ট এজেন্সিগুলিকে ৫০, ০০০ টাকা জারিমানাও দিতে হবে আইনি পদক্ষেপ মেনে। সূত্রের দাবি এমনটাই। ২০১৬ সালে, নানা বেইনি কাজে অভিযুক্ত বহু আধার এনরোলমেন্ট সেন্টারকে প্রতি দুর্নীতি তথা অবৈধ কাজের ঘটনা পিছু ১০, ০০০ টাকার জরিমানা দিতে হয়েছে। ২০১৭ সালে প্রায় ৪৬ টি এরকম ঘটনা সামনে এসেছে।

প্রসঙ্গত, ইউআউডিএআই বহুদিন ধরেই আদার এনরোলমেন্টকে ঘিরে নানা অভিযোগ পাচ্ছিল। তার প্রেক্ষিতেই এই পদক্ষেপ বলে জানানো হয়েছে।

English summary
A day after TOI reported that several Aadhaar enrolment centres were fleecing applicants, the Unique Identification Authority of India said that since its inception, it had learnt of such contraventions and blacklisted over 49,000 operators.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X