For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

দিল্লিতে ধর্ষিতা মহিলাদের ৪৬ শতাংশই নাবালিকা : সরকারি রিপোর্ট

  • |
Google Oneindia Bengali News

নয়াদিল্লি, ৯ ডিসেম্বর : দেশের পাশাপাশি দিল্লি ধর্ষণেরও রাজধানী এটা বলা মনে হয় আর অন্যায় নয়।

এদিন রাজ্যসভায় যে সরকারি রিপোর্ট পেশ হয়েছে তাতে দেওয়া পরিসংখ্যান রীতিমতো চমকে ওঠার মতো। সেই রিপোর্ট অনুযায়ী, প্রতি ২ দিনে গড়ে ৫ জন করে নাবালিকাকে ধর্ষণের শিকার হতে হচ্ছে দিল্লিতে। আর এই ঘটনা ঘটছে গত তিন বছর ধরে। [ধর্ষণে শীর্ষ স্থানাধিকারী ১০ টি দেশের তালিকা]

দিল্লিতে ধর্ষিতাদের ৪৬ শতাংশই নাবালিকা : সরকারি রিপোর্ট

রিপোর্ট অনুযায়ী মোট ধর্ষণের ঘটনায় ৪৬ শতাংশ ক্ষেত্রেই নাবালিকাকে ধর্ষিতা হতে হয়েছে। ২০১৩ সালে ১৬৩৬টি ধর্ষণের ঘটনা রিপোর্ট করা হয়েছে। এর মধ্যে ৭৫৭ জন নাবালিকা।

এরপরে ২০১৪ সালের রিপোর্ট অনুযায়ী ২১৬৬টি ধর্ষণের ঘটনার ক্ষেত্রে ১০০৪টি ক্ষেত্রে নাবালিকা ধর্ষণের বলি হয়েছে। আর চলতি বছরের অক্টোবর পর্যন্ত সময়ে দিল্লিতে ১৮৫৬টি ধর্ষণের মামলা রুজু হয়েছে। এর মধ্যে ১৮ বছরের নিচে রয়েছে ৮২৪ জন নাবালিকা।

রাজ্যসভায় পেশ করা রিপোর্টে দিল্লি পুলিশের কাজের প্রশংসা করে বলা হয়েছে, মহিলাদের ক্ষেত্রে কোথাও কোনও অপরাধ সংগঠিত হচ্ছে দেখলেই তৎক্ষণাৎ সক্রিয় হয়ে উঠছে পুলিশ। পাশাপাশি রাজধানীতে মহিলাদের নিরাপত্তা সুনিশ্চিত করতেও বিশেষ উদ্যোগ নিয়েছে প্রশাসন।

এই সংক্রান্ত আরও খবর পড়ুন এখানে :

ধারের টাকা শোধ করতে না পারায় ভাইয়ের বউকে অচৈতন্য করে ধর্ষণধারের টাকা শোধ করতে না পারায় ভাইয়ের বউকে অচৈতন্য করে ধর্ষণ

'বিকারগ্রস্ত' ছেলের হাতে ধর্ষিতা পৌঢ়া মা'বিকারগ্রস্ত' ছেলের হাতে ধর্ষিতা পৌঢ়া মা

আত্মহত্যার হাত থেকে বাঁচিয়ে এনে ২০ দিন ধরে ধর্ষণআত্মহত্যার হাত থেকে বাঁচিয়ে এনে ২০ দিন ধরে ধর্ষণ

সমকামী 'রোগ' সারাতে সন্তানের ধর্ষণ করায় মা-বাবাই!সমকামী 'রোগ' সারাতে সন্তানের ধর্ষণ করায় মা-বাবাই!

English summary
46 per cent of rape victims in Delhi are minors: Government
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X