বিধানসভার ভিতরেই হাতের শিরা কেটে আত্মহত্যার চেষ্টা সরকারি কর্মীর
কর্ণাটকের বিধানসভা ভবনের ভেতরেই আত্মহত্যার চেষ্টা করলেন এক সরকারি কর্মী। হাতের শিরা কাটা অবস্থায় বিধানসভা ভবনের তৃতীয় তলার শৌচাগার থেকে উদ্ধার করা হয় তাঁকে। আর রাভন্নাকুমার নামে ওই ব্যক্তি কর্ণাটকের চিক্কাবল্লভপুরের বাসিন্দা বলে জানা গিয়েছে। সেখানে তিনি লাইব্রেরিয়ানের কাজ করতেন বলে জানিয়েছেন পুলিস।

বেঙ্গালুরু সেন্ট্রালের ডিসিপি ডি দেবরাজা জানিয়েছেন, রাভন্নকুমারকে বেঙ্গালুরুর লেডি কার্জন হাসপাতালে ভর্তি করা হয়েছে। আপাতত স্থিতিশীল রয়েছেন তিনি। মৃত্যু নিশ্চিত করতে হাতের শিরা কাটার পাশাপাশি ধারাল ব্লেড দিয়ে গলাও চিড়েছিলেন রাভন্নাকুমার। সেটা ব্লেড না ছুরি এখনও স্পষ্ট নয়। এই নিয়ে তদন্ত শুরু হয়েছে।
কারণ বিধানসভা ভবনের ভেতরে ধারালো কোনও বস্তু নিয়ে প্রবেশ করা যায় না। নিরাপত্তারক্ষীদের তল্লাশিতেই তা ধরা পড়ে যায়। বিধানসভা ভবনের যে শৌচাগার থেকে রাভন্নাকে উদ্ধার করা হয়েছে তার কাছের পড়েছিল বেশ কিছু দরকারি কাগজ পত্র। যেগুলি রাভন্নার নিয়োগ সংক্রান্ত কাগজ বলে জানিয়েছে পুলিস। দুপুর ১টা থেকে ১.৩০ এর মধ্যে তিনি বিধানসভা ভবনে ঢুকেছিলেন। তবে কী কারণে তিনি এসেছিলেন তা এখনও স্পষ্ট নয়।