For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

‌বয়স্ক নয় বরং ২১ থেকে ৪০ বছর বয়সীদের করোনার ঝুঁকি বেশি, জানালো স্বাস্থ্য দপ্তর

Google Oneindia Bengali News

২১ থেকে ৪০ বছর বয়সীদের করোনা আক্রান্তের হার ৪২ শতাংশ। শনিবার এই তথ্য জানিয়েছেন কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের যুগ্ম সচিব লভ আগরওয়াল।

২১ থেকে ৪০ বছর বয়সীদের করোনার ঝুঁকি বেশি


শনিবার এক সাংবাদিক সম্মেলনে আগরওয়াল বলেন, '‌০–২০ বছর বয়সীদের কোভিড–১৯–এর হার ৯ শতাংশ, ৪২ শতাংশ করোনায় আক্রান্ত হন ২১ থেকে ৪০ বছর বয়সীরা, ৪১ থেকে ৬০ বছর বয়সীদের মধ্যে আক্রান্তের সংখ্যা ৩৩ শতাংশ ও ১৭ শতাংশ রোগীর ৬০ বছর বা তার ঊর্ধ্বে।’‌ তিনি এদিন এও জানিয়েছেন যে তাবলিঘি জামাতে গিয়েছে এমন রোগীর খোঁজ পাওয়া গিয়েছে ১৭টি রাজ্যে। আগরওয়াল বলেন, '‌১০২৩ কোভিড–১৯ পজিটিভ কেস এই জামাতের সঙ্গে সংযুক্ত পাওয়া গিয়েছে। দেশের ৩০ শতাংশ করোনা কেসই এই নির্দিষ্ট একটি জায়গার সঙ্গে যুক্ত।’‌

স্বরাষ্ট্র মন্ত্রকের যুগ্ম সচিব পুণ্য সলিলা শ্রীবাস্তব জানিয়েছেন যে ২২ হাজার তাবলিঘি জামাতের কর্মীদের ও তাঁদের সংস্পর্শে আসা সকলকে কোয়ারান্টাইনে পাঠানো হয়েছে। ভারতে মোট কোভিড–১৯–এ পজিটিভ কেসের সংখ্যা হল ২,৯০২ জন, যার মধ্যে ৬০১টি নতুন কেস রয়েছে।

English summary
The total positive cases of COVID-19 in India stand at 2,902 which includes 601 fresh patients
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X