For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

অযোধ্যা নিয়ে সুপ্রিম রায়ের বিরোধিতায় পথে নামবে ৪০টি তামিল দল

তামিলনাড়ুর ৪০টিরও বেশি রাজনৈতিক দল ও সংগঠন অযোধ্যা নিয়ে সুপ্রিমকোর্টের রায়ের বিরোধিতায় রাস্তায় নামতে চলেছে। দলগুলি নিজেদেরকে অ্যন্টি ফ্যাশিস্ট গোষ্ঠী নাম দিয়েছে।

Google Oneindia Bengali News

তামিলনাড়ুর ৪০টিরও বেশি রাজনৈতিক দল ও সংগঠন অযোধ্যা নিয়ে সুপ্রিমকোর্টের রায়ের বিরোধিতায় রাস্তায় নামতে চলেছে। দলগুলি নিজেদেরকে অ্যন্টি ফ্যাশিস্ট গোষ্ঠী নাম দিয়েছে। বুধবার এই গোষ্ঠী নিজেদের আত্মপ্রকাশ ঘটায়।

অযোধ্যা রায়

অযোধ্যা রায়

শনিবার ঘোষণা করা হয় বহু প্রতিক্ষিত অযোধ্যা বিবাদ মামলার রায়। শতাব্দী প্রাচীণ বিবাদের নিষ্পত্তির আগে আইনশৃঙ্খলা নিয়ে আশঙ্কা করা হয়েছিল সব তরফেই। তাই রায় ঘোষণার পর এখনও পর্যন্ত কোনও বড় আকারের অপ্রীতিকর পরিস্থিতি তৈরি হয়নি দেশের কোথাও। তবে তামিলনাড়ুতে এই গোষ্ঠীর আত্মপ্রকাশে সেই আশঙ্কা বেড়েছে।

মসজিদের জন্য পাঁচ একর জমি

মসজিদের জন্য পাঁচ একর জমি

অযোধ্যা জমি বিতর্কের রায় ঘোষণা করে সুপ্রিম কোর্ট। সুপ্রিমকোর্টের এই ঐতিহাসিক রায়ে বিবাদের মূলে থাকা ২.৭৭ একর জমিটি হিন্দুদের দেওয়ার কথা বলা হয়। এবং তা তৈরির জন্য তিনমাসের মধ্যে কেন্দ্রীয় সরকারকে ট্রাস্ট গঠন করতে হবে বলেও জানিয়ে দেয় সুপ্রিম কোর্ট। পাশাপাশি শীর্ষ আদালত জানায়, ১৯৯২ সালে মসজিদ ভাঙা বেআইনি ছিল। এছাড়া মসজিদ তৈরির জন্য অযোধ্যাতেই ওয়াকফ বোর্ডকে পাঁচ একর জমি দিতে কেন্দ্রকে নির্দেশ দেয় আদালত।

রায়ের বিরোধিতায় গুটিকয়োকজন

রায়ের বিরোধিতায় গুটিকয়োকজন

এই রায়ের পর প্রায় সবাই সিদ্ধান্ত মেনে নেয়। বিরোধের সুর শোনা যায় ওয়াকফ বোর্ডের আইনজীবী জাফারিয়াব জিলানির গলায়। তবে ওয়াকফ বোর্ড জানিয়ে দেয় যে তারা রিভিউ করবে না। এদিকে রায়ের বিরোধ করে কড়া প্রতিক্রিয়া জানান হায়দরাবাদের সাংসদ আসাদউদ্দিন ওয়াইসিও। তবে এভাবে সঙ্গবদ্ধ হয়ে রায়ের বিরোধিতা এই প্রথম।

২১ নভেম্বর রায়েরবিরোধিতায় চেন্নাইতে বিক্ষোভ

২১ নভেম্বর রায়েরবিরোধিতায় চেন্নাইতে বিক্ষোভ

এই বিক্ষোভ প্রদর্শনের পক্ষে সওয়াল করে গোষ্ঠীর তরফে বলা হয়, "এই রায় দেশের ধর্ম নিরপেক্ষতার পক্ষে নয়। আমরা তাই আমাদের দাবিতে স্পষ্ট। ভবিষ্যতে ভারতের রাজনীতি এরকম পথে চলতে পারে না।" তারা জানিয়েছে ২১ নভেম্বর চেন্নাইতে এই রায়ের বিরুদ্ধে বিক্ষোভ করতে পথে নামবে।

English summary
40 parties in tamil nadu to launch protest against supreme court verdict on ayodhya dispute case
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X