For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

কেরলে ধর্ষণে অভিযুক্ত বিশপের বিরুদ্ধে মুখ খোলা চার সন্ন্যাসিনীকে সরিয়ে দেওয়া হল

কেরলে ধর্ষণে অভিযুক্ত বিশপ ফ্র্যাঙ্কো মুলাক্কালের বিরুদ্ধে মুখ খোলা চার পাদ্রীকে সরিয়ে দেওয়া হল।

  • |
Google Oneindia Bengali News

কেরলে ধর্ষণে অভিযুক্ত বিশপ ফ্র্যাঙ্কো মুলাক্কালের বিরুদ্ধে মুখ খোলা চার পাদ্রীকে সরিয়ে দেওয়া হল। তাদের কুরাভিলানগড় কনভেন্ট ছেড়ে চলে যেতে বলা হয়েছে। তাঁরা হলেন - সিস্টার অ্যালফি পাল্লাসেরিল, সিস্টার অনুপমা কেলমঙ্গলাথুভেলিইল, সিস্টার জোসেফিন ভিল্লুন্নিক্কল, সিস্টার অনসিট্টা উরুমবিল।

কেরলে ধর্ষণে অভিযুক্ত বিশপের বিরুদ্ধে মুখ খোলা চার সন্ন্যাসিনীকে সরিয়ে দেওয়া হল

শুধু তাই নয়, জঘন্য অপরাধের বিরুদ্ধে মুখ খুলে আর এক সন্ন্যাসিনীকে বাঁচানোর চেষ্টা করা এই সন্ন্যাসিনীরা যাতে একসঙ্গে থাকতে না পারেন সেজন্য আগে যে মিশনারী থেকে তাঁরা এসেছিলেন, সেখানে ভিন্ন চার জায়গায় চলে যেতে বলা হয়েছে।

তবে এই ঘটনায় আর এক প্রতিবাদী সন্ন্যাসিনী সিস্টার নীনা রোজকে কোথাও যাওয়ার কথা বলা হয়নি।

সিস্টার অনুপমাকে পঞ্জাবে, সিস্টার অনসিট্টাকে কান্নুরে, সিস্টার অ্যালফিকে বিহারে, সিস্টার জোসেফিনকে ঝাড়খণ্ডে বদলি করে দেওয়া হয়েছে।

প্রসঙ্গত, গতবছরের শেষে ভ্যাটিক্যানের হস্তক্ষেপ চেয়ে বিচারের আবেদন করেন কেরলের এক সন্ন্যাসিনী। তাঁর অভিযোগ, বিশপ ফ্রাঙ্কো তাঁকে ২০১৪ থেকে ২০১৬-র মধ্যে একাধিকবার ধর্ষণ করেন। এমনকী বিশপ তাঁর রাজনৈতিক ও অর্থনৈতিক ক্ষমতা কাজে লাগিয়ে ঘটনাটি ধামাচাপা দিতে চাইছেন। এই অভিযোগের পর বিশপ ফ্রাঙ্কো মুলাক্কাল পদত্যাগ করেন। পরে তাকে পুলিশ গ্রেফতারও করেছে। বর্তমানে মামলা চললেও তা যে ধামাচাপা দেওয়ার চেষ্টা হচ্ছে তা এই ঘটনাতেই পরিষ্কার।

English summary
4 nuns who spoke up against Bishop Franco forced out of Kerala convent
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X