For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

ইরাকে অপহৃত ৩৯ জন ভারতীয় আইএস-এর হাতে খুন, সংসদে দাঁড়িয়ে স্বীকার সুষমার

৩ বছর আগে ইরাকের মসুলে ৩৯ জন ভারতীয়কে অপহরণ করা হয়েছিল। যাঁদের খোঁজে ভারতের বিদেশমন্ত্রক তৎপরতার সঙ্গে উদ্যোগ নেয়।

  • |
Google Oneindia Bengali News

৩ বছর আগে ইরাকের মসুলে ৩৯ জন ভারতীয়কে অপহরণ করা হয়েছিল। যাঁদের খোঁজে ভারতের বিদেশমন্ত্রক তৎপরতার সঙ্গে উদ্যোগ নেয়। বিদেশমন্ত্রী সুষমা স্বরাজের সঙ্গে দেখা করেন , অবহৃতদের পরিবারের সদস্যরাও। আর সেই ঘটনার প্রেক্ষিতে এদিন রাজ্যসভায় সুষমা স্বরাজ স্পষ্ট জানিয়ে দেন যে, ওই ৩৯ জন ভারতীয়কে হত্যা করেছে জঙ্গি সংগঠন আইএসআইএস।

ইরাকে অপহৃত ৩৯ জন ভারতীয় আইএস-এর হাতে খুন, সংসদে দাঁড়িয়ে স্বীকার সুষমার

পশ্চিমবঙ্গ সহ হিমাচল প্রদেশ, পাঞ্জাব, বিহারের বহু শ্রমিক রয়েছেন মৃতদের মধ্যে। মৃতদের দেহের শনাক্তকরণের জন্য , তাঁদের ডিএনএ পাঠানো হচ্ছে পরিবারের তরফে। প্রসঙ্গত, ২০১৪ সালে ইরাকের মসুলে ওই ভারতীয় শ্রমিকরা একটি নির্মাণ কাজে নিযুক্ত ছিলেন। সেখান থেকে তাঁদের অপহরণ করে জঙ্গি সংগঠন আইএস। উল্লেখ্য, এই ৩৯ জন ভারতীয় সেই সময়ে যখন মসুল ছেড়ে বেরনোর উদ্যোগ নেন , তখনই তাঁদের আপহরণ হয়। এঁদের বেশির ভাগ শ্রমিকই পাঞ্জাবের।

এদিন রাজ্যসভায় বিদেশমন্ত্রী সুষমা স্বরাজ জানিয়েছেন, বিদেশমন্ত্রকের রাষ্ট্রমন্ত্রী ভিকে সিং ,মৃত ভারতীয় শ্রমিকদের দেহ দেশে ফিরিয়ে আনতে ইরকা রওনা হচ্ছেন। জানা গিয়েছে মসুল থেকে বাগদাদে এসে পৌঁছেছে ওই ৩৯ জন শ্রমিকের দেহ।

মৃতদের পরিবারের তরফে আগে জানানো হয়, ইরাকের বাদুয়া জেলেওই ৩৯ জন ভারতীয়কে অপহরণ করে রাখা হয়। এ সম্পর্কে বিদেশমন্ত্রককেও জানিয়েছিলেন মৃতদ্র পরিবারের সদস্যরা। তারও আগে, জানা গিয়েছিল, মসুলে আইএস-এর নারকীয় অত্যাচারের হাত থেকে হরজিৎ মাসিহ নামের এক ভারতীয় পালিয়ে এসেছিলেন। তবে বিদেশমন্ত্রক সেই দাবি খারিজ করে দেয়। এদিন রাজ্যসভায় সুষমা স্বরাজ জানান, মসুলে খুঁজে পাওয়া গিয়েছে জন-কবর। মনে করা হচ্ছে আইএস এই হত্যাকাণ্ডের নেপথ্যে রয়েছে।

English summary
39 Indian Hostages In Iraq Are killed, Says Sushma Swaraj.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X