For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

যুদ্ধ জাহাজ আইএনএস বেটওয়ার দুর্ঘটনা, ৩ নৌসেনা অফিসারের কোর্ট মার্শাল

যুদ্ধ জাহাজ আইএনএস বেটওয়ার দুর্ঘটনা, ৩ নৌসেনা অফিসারের কোর্ট মার্শাল

  • |
Google Oneindia Bengali News

২০১৬ সালে ভারতীয় নৌবাহিনীর যুদ্ধ জাহাজ আইএনএস বেটওয়া উল্টে যাওয়ার ঘটনায় গাফিলতির অভিযোগে তিন নৌসেনা অফিসারকে কোর্ট মার্শালে ডাকা হয়েছে। তাঁদের মধ্যে এক জন ক্যাপ্টেনও (পদাতিক সেনা কর্নেলের সমকক্ষ) রয়েছেন বলে ভারতীয় নৌসেনার তরফে জানানো হয়েছে।

যুদ্ধ জাহাজ আইএনএস বেটওয়ার দুর্ঘটনা, ৩ নৌসেনা অফিসারের কোর্ট মার্শাল

আড়াই বছর আগের ওই দুর্ঘটনার তদন্তে গত সপ্তাহ থেকেই কোর্ট মার্শাল শুরু করেছে ভারতীয় নৌসেনা। ঘটনায় গাফলতির অভিযোগ ওঠা কমোডর পদমর্যাদার অফিসারদের প্রথমে ডেকে পাঠানো হয়। এবার তাঁদের হায়ার্কিদের কোর্ট মার্শালে তলব করেছে ভারতীয় নৌসেনা।

২০১৬-র ডিসেম্বরে ডক ছাড়ার সময় সমুদ্রে উল্টে যায় ২ হাজার কোটি টাকা মূল্যের তথা ৩৮৫০ টন ওজনের যুদ্ধ জাহাজ আইএনএস বেটওয়া। ঘটনায় দুই নাবিকের মৃত্যু হয়। গুরুতর আহত হন ১৪ জন। প্রতিরক্ষা মন্ত্রকের তরফে এই দুর্ঘটনার তদন্তের নির্দেশ দেওয়া হয়।

জানা যায়, মুম্বইয়ের মাজগাঁও ডকে ব্রহ্মপুত্র শ্রেণির এই গাইডেড মিশাইল ফ্রিগেটটির সংস্কারের কাজ চলছিল। ডক থেকে জলে ভাসার ঠিক পর মুহূর্তে জাহাজটি হঠাৎ করে উল্টে যায়। ডকের ব্লক মেকানিজমে ত্রুটি থাকার জেরেই এই দুর্ঘটনা ঘটে বলে প্রাথমিক ভাবে মনে করা হয়। পরে ঘটনায় গাফিলতির প্রমাণ মিলতেই কড়া পদক্ষেপ নিতে শুরু করে ভারতীয় নৌসেনা বাহিনী।

English summary
3 Indian Navy officers face court martial for INS Betwa warship accident
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X