For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

মোদীর হুঁশিয়ারির পরেই ব্যবস্থা! ২২ কর কর্তাকে পাঠানো হল বাধ্যতামূলক অবসরে

মোদী সরকারের কড়া পদক্ষেপ। ২২ কর কর্তাকে পাঠিয়ে দেওয়া হল বাধ্যতামূলক অবসরে। সূত্রের খবর অনুযায়ী, দুর্নীতি-সহ অন্য নানা অভিযোগ ছিল এইসব অফিসারদের বিরুদ্ধে।

  • |
Google Oneindia Bengali News

মোদী সরকারের কড়া পদক্ষেপ। ২২ কর কর্তাকে পাঠিয়ে দেওয়া হল বাধ্যতামূলক অবসরে। সূত্রের খবর অনুযায়ী, দুর্নীতি-সহ অন্য নানা অভিযোগ ছিল এইসব অফিসারদের বিরুদ্ধে। দিন কয়েক আগে প্রধানমন্ত্রী হুঁশিয়ারি দিয়ে কর প্রশাসনে কালো ভেড়ার উপস্থিতির কথা বলেছিলেন।

অভিযুক্ত আধিকারিকদের বাধ্যতামূলক অবসর

অভিযুক্ত আধিকারিকদের বাধ্যতামূলক অবসর

এর আগেও জুনে একদফা বাধ্যমূলক অবসরে পাঠানো হয়েছিল পদস্থ আমলাদের। ওই মাসে ২৭ জন ইন্ডিয়ান রেভিনিউ সার্ভিস অফিসারের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়। এঁদের মধ্যে ১২ জন ছিলেন সিবিডিটিতে। এই সব আধিকারিকদের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ উঠেছিল। এবার বাধ্যতামূলক অবসরে পাঠানো হল ২২ জন আধিকারিককে

 স্বাধীনতা দিবসের ভাষণে হুঁশিয়ারি

স্বাধীনতা দিবসের ভাষণে হুঁশিয়ারি

স্বাধীনতা দিবসের ভাষণে প্রধানমন্ত্রী মোদী বলেছিলেন, কিছু কালো ভেড়া প্রশাসনে তাঁদের ক্ষমতার অপব্যবহার করছেন। পাশাপাশি করদাতাদের হয়রানির অভিযোগও করেছিলেন তিনি। সেই সময় তিনি, আগের ব্যবস্থাগ্রহণ সম্পর্কে জানিয়েছিলেনে। এই ধরনের কাজ যে বরদাস্ত করা হবে না, তাও জানিয়ে দিয়েছিলেন তিনি।

যেসব আধিকারিক বাধ্যতামূলক অবসরে

যেসব আধিকারিক বাধ্যতামূলক অবসরে

এবার যে ২২ জন আধিকারিককে বাধ্যতামূলক অবসরে পাঠানো হয়েছে, সূত্রের খবর অনুয়ায়ী, তাঁরা হলেন, কেকে ইউকে, এসআর পারাটে, কৈলাস বর্মা, কেসি মণ্ডল, এমএস দামোর, আরএস গোগিয়া, কিশোর প্যাটেল, জেসি সোলাঙ্কি, এসকে মণ্ডল, গোবিন্দ রাম মালব্য, এইউচাপারগারে, এস অশোকরাজ, দীপক এম জ্ঞানেয়ান, প্রমোদ কুমার, মুকেশ জৈন,
নবনীত গোয়েল, অচিন্ত্যকুমার প্রামাণিক, ভিকে সিং, ডিআর চতুর্বেদী, ডি অশোক, লীলামোহন সিং এবং ভিপি সিং।

[আরও পড়ুন: জোটসঙ্গী প্রাক্তন মুখ্যমন্ত্রীকে আক্রমণ! বিস্ফোরক কর্নাটকের প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা কংগ্রেস নেতা][আরও পড়ুন: জোটসঙ্গী প্রাক্তন মুখ্যমন্ত্রীকে আক্রমণ! বিস্ফোরক কর্নাটকের প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা কংগ্রেস নেতা]

English summary
At least 22 senior tax officers have been forced into retirement for their alleged roles incorruption cases and links with other charges,
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X