For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

ফের ইভিএম-এর বিশ্বাসযোগ্যতা নিয়ে প্রশ্ন! আশঙ্কা কাটাতে দুই সূত্র বিরোধীদের

গণনার আগে ফের ইভিএম-এর বিশ্বাসযোগ্যতা নিয়েই প্রশ্ন তুলে দিলেন বিরোধী নেতারা। এদিন ২২ টি দলের নেতা প্রায় একঘন্টা ধরে মুখ্য নির্বাচন কমিশনার সহ অন্যকমিশনাদের সঙ্গে বৈঠক করেন।

Google Oneindia Bengali News

গণনার আগে ফের ইভিএম-এর বিশ্বাসযোগ্যতা নিয়েই প্রশ্ন তুলে দিলেন বিরোধী নেতারা। এদিন ২২ টি দলের নেতা প্রায় একঘন্টা ধরে মুখ্য নির্বাচন কমিশনার সহ অন্য কমিশনাদের সঙ্গে বৈঠক করেন। তারা কমিশনকে দুটি উপদেশও দেন। তবে তা মানা হবে কিনা তা নিয়ে কমিশনের তরফে কোনও অঙ্গীকার করা হয়নি বলেই জানা গিয়েছে।

ফের ইভিএম-এর বিশ্বাসযোগ্যতা নিয়ে প্রশ্ন! আশঙ্কা কাটাতে দুই সূত্র বিরোধীদের

গণনা নিয়ে তারা খোলা মনেই রয়েছেন। ২২ বিরোধী দলকে এমনটাই বার্তা দিয়েছে নির্বাচন কমিশন। এদিন প্রায় একঘন্টা ধরে বিরোধীদের অভিযোগ
শোনেন মুখ্য নির্বাচন কমিশনার এবং অন্য নির্বাচন কমিশনাররা। বুধবার সকালে বিষয়টি নিয়ে কমিশনের তিন সদস্য আলোচনা করবেন বলে জানানো হয়েছে কমিশনের তরফ থেকে। মুখ্য নির্বাচন কমিশনারের সঙ্গে বৈঠকের পর সাংবাদিকদের এমনটাই জানিয়েছেন প্রতিনিধিদলের অন্যতম সদস্য কংগ্রেস সাংসদ অভিষেক মনু সিংভি।

সিংভি এদিন জানান, তাঁদের একমাত্র দাবি ১০০ শতাংশ ভিভিপ্যাট গণনা করা হোক। তাদের দেওয়া স্মরকলিপিতে বিরোধীদের অভিযোগ, লোকসভা নির্বাচনে ইভিএম নিয়ে নির্দেশিকাকে অমান্য করা হয়েছে। বিরোধীদের আরও দাবি, ভিভিপ্যাট ভেরিফিকেশনের সময় যদি কোনও অনিয়ম চোখে পড়ে, তাহলে সেই বিধানসভা কেন্দ্রের ১০০ শতাংশ ভিভিপ্যাট গণনা করতে হবে।

গত এপ্রিলে সুপ্রিম কোর্ট নির্বাচন কমিশনকে দেওয়া নির্দেশে জানিয়েছিল, ইভিএম-এর সঙ্গে ভিভিপ্যাটের ফলের মিল খতিয়ে দেখতে, কোনও বিধানসভা ক্ষেত্রের যে কোনও পাঁচ বুথকে বেছে নেওয়া হবে। এসম্পর্কে নির্বাচন কমিশনের দেওয়া নির্দেশে বলা হয়েছে, ইভিএম গণনার শেষ রাউন্ডের পর এই ভিভিপ্যাট স্লিপ মিলিয়ে দেখা হবে।
অন্যদিকে বিরোধীদের দাবি, ইভিএম-এর সঙ্গে ভিভিপ্যাটের ফল মিলিয়ে দেখতে হলে, তা গণনার শুরুতেই করতে হবে। একইসঙ্গে তাদের দ্বিতীয় দাবি, এই পাঁচটি বুথের কোনওটিতে যদি কোনও গণ্ডগোল চোখে পড়ে, তাহলে সেই বিধানসভা ক্ষেত্রের ১০০ শতাংশ বুথের ইভিএম-এর সঙ্গে ভিভিপ্যাটের ফল মিলিয়ে দেখতে হবে।

এদিনের প্রতিনিধি দলের অন্যতম সদস্য তেলেগু দেশ পার্টির চন্দ্রবাবুর নাইডু জানিয়েছেন, বিরোধী দলগুলি, কমিশনকে বলেছে, জনতার রায়কে সম্মান দিন। এটা যেন অন্য কোনও ভাবে ব্যবহার করা না হয়।

বিরোধী দলগুলি ইভিএম নিয়ে সবসময়ই সন্দেহপ্রবণ। এবার এর সঙ্গে যুক্ত হয়েছে, বিভিন্ন ভিডিও ক্লিপ। যাতে দেখা যাচ্ছে কোনও নিরাপত্তা ছাড়াই ইভিএম নিয়ে যাওয়া হচ্ছে।

English summary
Leaders of 22 opposition parties met the Election Commission on Tuesday to repeat their demand that the commission fix gaps in its procedures relating to counting of votes.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X