For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

নির্ভয়া-কাণ্ডে ফাঁসি রদের আবেদন আসামীর, সুপ্রিমে প্রত্যাখ্যাত হয়ে রাষ্ট্রপতি সমীপে

২০১২ সালে দিল্লির গণধর্ষণ মামলার অন্যতম আসামী মুকেশ সিংহের মৃত্যুদণ্ড খারিজের আবেদন সুপ্রিম কোর্ট প্রত্যাখ্যান করেছিল। এবার মুকেশ সিংহ রাষ্ট্রপতি কোবিন্দের কাছে ফাঁসি রদের আবেদন করল।

  • |
Google Oneindia Bengali News

২০১২ সালে দিল্লির গণধর্ষণ মামলার অন্যতম আসামী মুকেশ সিংহের মৃত্যুদণ্ড খারিজের আবেদন সুপ্রিম কোর্ট প্রত্যাখ্যান করেছিল। এবার মুকেশ সিংহ রাষ্ট্রপতি কোবিন্দের কাছে ফাঁসি রদের আবেদন করল। সুপ্রিম কোর্টে আবেদন খারিজ হওয়ার পর একমাত্র রাষ্ট্রপতিরই মৃত্যুদণ্ড রদের ক্ষমতা রয়েছে। তিনি মৃত্যুদণ্ডের সাজা যাবজ্জীবন কারাদণ্ডে পরিণত করতে পারেন।

নির্ভয়া-কাণ্ডে রাষ্ট্রপতি সমীপে ফাঁসি রদের আবেদন আসামীর

মুকেশ সিংহ-সহ আরও তিনজনের ফাঁসি দিন ২২ জানুয়ারি। ওইদিন সকাল সাতটায় তিন অপরাধীর ফাঁসি দেওয়া হবে। বিচারপতি এন ভি রমনার নেতৃত্বাধীন পাঁচ বিচারপতির বেঞ্চ দোষীসাব্যস্ত বিনয় শর্মা (২৬) এবং মুকেশ কুমারের (৩২) দায়ের করা আবেদন নাকচ করে দেন বিচারপতি। অক্ষয় কুমার সিংহ (৩১) এবং পবন গুপ্ত (২৫)মৃত্যুদণ্ডপ্রাপ্ত অন্য দু'জন আসামীরা আবেদন করেননি।

মৃত্যুদণ্ডের বিরুদ্ধে শীর্ষ আদালত দোষীদের আবেদন নাকচ করে দেওয়ার পরে দিল্লি মহিলা কমিশনের প্রধান স্বাতী মালিওয়াল বলেন, ধর্ষণকারীদের ফাঁসি কার্যকর করা একটি ছোট্ট শাস্তি। তাঁদের আরও কঠোর কোনও শাস্তি দেওয়া দরকার ছিল।

দক্ষিণ-দিল্লির চলন্ত বাসে বছর ২৩-এর প্যারামেডিকের ছাত্রীকে ১৬-১৭ ডিসেম্বর, ২০১২ সালের মধ্যরাতে গণধর্ষণ করা হয়েছিল এবং নৃশংসভাবে লাঞ্ছিত করে রাস্তায় ফেলে দিয়েছিল। ২৯ ডিসেম্বর সিঙ্গাপুরের মাউন্ট এলিজাবেথ হাসপাতালে তিনি মারা যান। অপরাধীদের ২০১৩ সালে দোষী সাব্যস্ত করা হয়েছিল।

English summary
2012 Delhi gang rape convicts Mukesh Singh has moved a mercy petition to President Kovind. His death sentence against the curative petition was rejected by the Supreme Court earlier today.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X