For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

অটোরিক্সায় এক্সপ্রেস ট্রেনের ধাক্কায় মৃত ২০, কর্তব্যে গাফিলতিতে সাসপেন্ড ৩

Google Oneindia Bengali News

অটোরিক্সায় এক্সপ্রেস ট্রেনর ধাক্কায় মৃত ২০, কর্তব্যে গাফিলতিতে সাসপেন্ড ৩
মোতিহারি, ১৯ অগস্ট : যাত্রীবোঝাই অটোরিক্সায় ট্রেনের ধাক্কায় ৮ শিশু-সহ ২০ জনের মৃত্যু হল। সোমবার এই মর্মান্তিক ঘটনাটি ঘটেছে বিহারের পূর্ব চম্পারনের সেমরা এবং সুগোলি স্টেশন ক্রশিংয়ে। পুলিশের তরফে জানানো হয়েছে, দেরাদুনের রাপ্তি গঙ্গা এক্সপ্রেস প্রচন্ড গতিতে আসছিল। চিনৌটা গ্রামে রেল ক্রসিংটি মনুষ্য পরিচালিত। গেটম্য়ান না আটকানোয় অটোটি লাইন পার করতে যায়, এমন সময় প্রচন্ড গতিতে ট্রেনটি ছুটে এসে অটোটিকে ধাক্কা মারলে এই দুর্ঘটনাটি ঘটে।

অটোটি যাত্রী বোঝাই ছিল। অটোর সমস্ত যাত্রীদেরই মৃত্য়ু হয়েছে বলে জানা গিয়েছে। বেশ কিছু দেহের এমন ভয়ঙ্কর অবস্থা হয়েছে যে তা শনাক্ত করা কঠিন হয়ে দাঁড়িয়েছে। আবার এই সংঘর্ষের প্রভাব এতটাই তীব্র ছিল যে অটোটি কিছুটা দূরে গিয়ে উল্টে পাল্টে পড়ে। অনেক মৃতদেহই ট্রেনটির সঙ্গে ঘষতে ঘষতে কিছুটা দুরে গিয়ে ছিটকে পড়েছে। পুলিশের তরফে জানানো হয়েছে মৃত ও আহতরা সকলেই চিকনৌটা গ্রামের একটি পরিবারেরই সদস্য।

বিহারের মুখ্যমন্ত্রী এই ঘটনায় শোক প্রকাশ করেছেন। মৃতদের মাথাপিছু ১.৫ লক্ষ টাকা পরিবারের হাতে তুলে দেওয়া হবে বলে আশ্বাসও দিয়েছেন। যদিও গ্রামের লোকজন ক্ষতিপূরণের অর্থ বাড়িয়ে ২ লক্ষ টাকা করার দাবি জানিয়েছেন।

এই ঘটনায় সেমরা স্টেশনের সুপারিন্টেন্ডেন্ট, ওই লেভেল ক্রসিংয়ের গেটম্যান এবং ট্রাফির ইনস্পেক্টরকে কর্তব্য গাফিলতির অভিযোগে সাসপেন্ড করা হয়েছে বলে ইসিআর পিআরও জানিয়েছেন।

English summary
20 Killed, Two Injured as Train Hits Autorickshaw in Bihar Says Police
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X