For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

মাদুরাইতে 'জল্লিকাট্টু' উৎসবে ষাঁড়ের শিঙ বিদ্ধ হলেন দর্শক, ঘটল এই পরিণতি

গত বছরেই দক্ষিণ ভারতের কৃষি সম্পর্কিত উৎসব জল্লিকাট্টু নিয়ে বিতর্ক চরমে ওঠে। যার প্রভাব পড়ে জাতীয় রাজনীতিতে।

  • |
Google Oneindia Bengali News

গত বছরেই দক্ষিণ ভারতের কৃষি সম্পর্কিত উৎসব জল্লিকাট্টু নিয়ে বিতর্ক চরমে ওঠে। যার প্রভাব পড়ে জাতীয় রাজনীতিতে। ষাঁড়কে বশে এনে এই খেলা নিয়ে নিষেধাজ্ঞা তোলার দাবিতে তোলপাড় হয় দক্ষিণের রাজনীতি। প্রতিবছর এই উৎসব মকর সংক্রান্তির দিন পালিত হয়। এবছরেও তামিলনাড়ুর মাদুরাইতে এই ঘটনায় প্রাণ হারাল এক যুবক।

মাদুরাইতে 'জল্লিকাট্টু' উৎসবে ষাঁড়ের শিঙ বিদ্ধ হলেন দর্শক, ঘটল এই পরিণতি

১৯ বছরের ওই যুবক জল্লিকাট্টু উৎসবে ষাঁড়কে বশে আনার খেলা দেখছিল। দর্শক আসনের কাছে দুটি ব্যারিকেড থাকলেও, তা ভেঙেই দর্শকদের ওপর ঝাঁপিয়ে পড়ে ষাঁড়টি। আর তাতেই ষাঁড়ের শিঙ বিদ্ধ হয়ে মারা যায় ওই ১৯ বছরের যুবক। উল্লেখ্য ২০১৪ সালে জাল্লিকাট্টুকে নিষিদ্ধ ঘোষণা করে সুপ্রিম কোর্ট। কারণ এই খেলায় জন্তুদের নৃশংস অত্যাচার করা হয়। আর এই অত্যাচারের বিরোধিতা করেই এই খেলাকে নিষিদ্ধ গোষণা করা হয়।

দক্ষিণী সংস্কৃতির একটি ঘনিষ্ঠ দিক হল এই জল্লিকাট্টু উৎসব। আর তা নিষিদ্ধ হওতায়ে তুমুল প্রতিবাদ জানানো হয় দক্ষিণভারতের বিভিন্ন রাজ্য থেকে। এরপর সেই নিষেধাজ্ঞা উঠে যায়। তবে এই খেলা নিয়ে বিতর্ক এখনও চরমে। প্রতিবছরই এই খেলা ঘিরে কিছু নির্মম ঘটনা ঘটে যায়।

English summary
A 19-year-old spectator was gored to death at Madurai in Tamil Nadu during Jallikattu or bull-taming festivities, in which scores of young men wrestle with bulls in a tradition to celebrate the harvest.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X