For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

খুন থেকে অপহরণ! সপ্তম দফা ভোটে কতজন প্রার্থীর বিরুদ্ধে অপরাধের মামলা চলছে জানেন

কারোর বিরুদ্ধে রয়েছে খুনের মামলা, কেউ বা অভিযুক্ত রয়েছেন অপহরণের দায়ে। সপ্তদশ লোকসভার শেষ দফায় এরকম বহু প্রার্থীই রয়েছেন নির্বাচনী তালিকায়। যাঁদের বেছে নেওয়ার জন্য ভোট প্রচারে আবেদন করা হচ্ছে।

  • |
Google Oneindia Bengali News

কারোর বিরুদ্ধে রয়েছে খুনের মামলা, কেউ বা অভিযুক্ত রয়েছেন অপহরণের দায়ে। সপ্তদশ লোকসভার শেষ দফায় এরকম বহু প্রার্থীই রয়েছেন নির্বাচনী তালিকায়। যাঁদের বেছে নেওয়ার জন্য ভোট প্রচারে আবেদন করা হচ্ছে। ২০১৯ লোকসভা ভোটের সপ্তম পর্বে প্রবেশের আগে দেখে নেওয়া যাক, কতজন প্রার্থীর বিরুদ্ধে রয়েছে অপরাধের মামলা।

অপরাধের মামলা ও প্রার্থী

অপরাধের মামলা ও প্রার্থী

জানা গিয়েছে, গোটা দেশে ৯১৮ জনের মধ্যে ১৭০ জন প্রার্থীর অভিযুক্ত অপরাধের মামলায়। সারা দেশে সপ্তম দফার ভোটে যাঁরা প্রার্থী হিসাবে দাঁড়িয়েছেন এই পরিংসখ্যান তাঁদের নিয়ে। নিজেদের অপরাধের মামলার কথা তাঁরা জানিয়েছেন নির্বাচনী হলফনামাতে।

খুন থেকে অপহরণের মামলা

খুন থেকে অপহরণের মামলা

খুন থেকে অপহরণের মামলা ঘিরে সপ্তম দফার নির্বাচন ঘিরে উঠে এসেছে ১২ জন প্রার্থীর নাম। ৩৪ জন প্রার্থীর নাম উঠে এসেছে খুনের দায়ে। ৪ জনের বিরুদ্ধে অপহরণের মামলা দায়ের করা হয়েছে। মহিলাঘটিত অপরাধের মামলায় নাম জড়িয়েছে ২০ জনের।

[আরও পড়ুন:আজ দমদমে আসছেন প্রধানমন্ত্রী, চপার নামানো নিয়ে মমতাকে কী বললেন মোদী][আরও পড়ুন:আজ দমদমে আসছেন প্রধানমন্ত্রী, চপার নামানো নিয়ে মমতাকে কী বললেন মোদী]

কোন দলের মধ্যে কতজন প্রার্থী 'অপরাধ'-এর অভিযোগের তালিকায়

কোন দলের মধ্যে কতজন প্রার্থী 'অপরাধ'-এর অভিযোগের তালিকায়

বিজেপির ৪২ শতাংশ প্রার্থীর বিরুদ্ধে রয়েছে অপরাধের মামলা। কংগ্রেসের ৩১ শতাংস, বিএসপি-র ১৫ , আপ ১৪ শতাংশ, এছাড়াও ৩১৩ নির্দলপ্রার্থীর মধ্যে ৯ শতাংশ প্রার্থীই অপরাধের মামলায় জড়িত।

[আরও পড়ুন:বাংলার পরিস্থিতি নিয়ে শেষ দফা নির্বাচনের আগে এককাট্টা বিরোধীরা! মমতার পাশে মায়া থেকে রাহুল শিবির][আরও পড়ুন:বাংলার পরিস্থিতি নিয়ে শেষ দফা নির্বাচনের আগে এককাট্টা বিরোধীরা! মমতার পাশে মায়া থেকে রাহুল শিবির]

English summary
170 candidates out of 918 declare criminal cases in seventh phase of Lok Sabha election.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X