For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

দিল্লিতে করোনা ভাইরাসে আক্রান্ত আরও ১৫! সন্দেহের আবহে লাফিয়ে ছড়াচ্ছে আতঙ্ক

Google Oneindia Bengali News

দিল্লিতে আরও ১৫ জনের শরীরে করোনা ভাইরাসের সংক্রমণ পাওয়ার সন্দেহ প্রকাশ করা হচ্ছে। সূত্রের খবর, যেই ২১ জন ইতালীয় নাগরিককে দক্ষিণ দিল্লি থেকে নিয়ে এসে ইন্দো তিবেটান বর্ডার ফোর্সের আশ্রয়স্থলে রাখা হয়েছে তাদেরই মধ্যে ১৫ জনের শরীরে এই সংক্রমণ রয়েছে বলে সন্দেহ প্রকাশ করেছেন চিকিৎসকরা। এর জেরে এক লাফে করোনা আক্রান্তের সংখ্যা অনেকটাই বেড়ে যেতে পারে ভারতে।

আইটিবিপি-র আশ্রয়স্থলে রাখা হয়েছিল ২১জন ইতালীয়কে

আইটিবিপি-র আশ্রয়স্থলে রাখা হয়েছিল ২১জন ইতালীয়কে

জানা গিয়েছে দক্ষিণ দিল্লি থেকে ২১জন ইতালীয় নাগরিককে নিয়ে এসে ইন্দো তিবেটান বর্ডার ফোর্সের আশ্রয়স্থলে রাখা হয়েছিল। তাদের সকলের দেহেই করোনার ভাইরাস রয়েছে কিনা তার পরীক্ষা হয়েছে। এর আগে জয়পুরে এক ইতালীয়র শরীরে করোনা ভাইরাস ধরা পড়ায় এই প্রতিরোধমূলক ব্যবস্থা বলে জানা যাচ্ছে।

করোনা সংক্রমণ ঠেকাতে তৎপর কেন্দ্র

করোনা সংক্রমণ ঠেকাতে তৎপর কেন্দ্র

এই পরিস্থিতিতে করোনাভাইরাস মোকাবিলা ও প্রস্তুতির জন্য দিল্লি সরকারের ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করা কথা রয়েছে কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী ডাঃ হর্ষ বর্ধনের। এছাড়া তেলাঙ্গানা সরকার ইতিমধ্যেই এই সংক্রমণ ঠেকাতে ১০০ কোটি টাকা বরাদ্দের কথা ঘোষণা করেছে। বৃহত্তর হায়দরাবাদ মিউনিসিপাল কর্পোরেশন হায়দরাবাদ শহরের বিভিন্ন এলাকায় জীবাণুনাশক স্প্রে করতে শুরু করেছে।

করোনা ভাইরাস নিয়ে ক্রমেই আতঙ্ক ছড়াচ্ছে দিল্লিতে

করোনা ভাইরাস নিয়ে ক্রমেই আতঙ্ক ছড়াচ্ছে দিল্লিতে

প্রতিবেশী দেশ চিনে করোনা ভাইরাসের প্রভাবে জর্জরিত গত দুই মাস ধরে। সেখানে মৃতের সংখ্যা বাড়ছে লাফিয়ে লাফিয়ে! এই পরিস্থিতিতে ভারতের কেরল রাজ্যেও তিনজনের শরীরে ধরা পড়েছিল করোনা ভাইরাস। তবে পরিস্থিতি সামাল দেওয়া সম্ভব হওয়ায় সেই সংক্রমণ আর ছড়ায়নি। আক্রান্তদের একজন সুস্থও হয়ে উঠেছিলেন। তবে হঠাৎ করেই ফের করোনা ভাইরাসের প্রকোপ ছড়িয়ে পড়ছে দেশে। দিল্লি সহ দেশের বিভিন্ন স্থানে এই সংক্রমণে আক্রান্ত হয়েছেন আরও ৬ জন। এরই মাঝে এত জন বিদেশি করোনায় আক্রান্ত হওয়ায় আতঙ্কিত হয়ে পড়েছে দিল্লিবাসী।

করোনা ভাইরাসের চোখ রাঙানি ক্রমেই বাড়ছে

করোনা ভাইরাসের চোখ রাঙানি ক্রমেই বাড়ছে

ভারতের ঘণ বসতি ও বিপুল জনসংখ্যায় করোনা ভাইরাসের চোখ রাঙানি ক্রমেই বাড়ছে। ভারতে করোনা ভাইরাসের প্রকোপ আরও বড় হয়ে দেখা দিলে দেশের ঘণ বসতি ও বিপুল জনসংখ্যার জেরে তা মহামারি আকারে ধারণ করতে বেশি সময় নেবে না বলে আশঙ্কা প্রকাশ করেছেন বিশেষজ্ঞরা।

নিশ্চতভাবে ভারতে কতজন আক্রান্ত করোনায়?

নিশ্চতভাবে ভারতে কতজন আক্রান্ত করোনায়?

দেশের উত্তর দিকে করোনা ভাইরাসে বেশ কয়েকজন আক্রান্ত হয়েছেন বলে জানা গিয়েছে। উত্তরপ্রদেশের নয়ডায় স্কুল বন্ধ করে দেওয়া হয়েছে। দিল্লিতে একজনের শরীরে এই ভাইরাসের উপস্থিতি লক্ষ্য করা গিয়েছে। এছাড়াও তেলেঙ্গানা এবং জয়পুরে অনেকে আক্রান্ত হয়েছেন বলে জানা গিয়েছে। এখনও পর্যন্ত দেশে মোট ৬ জন এই ভাইরাসে আক্রান্ত বলে জানা গিয়েছে। এই অবস্থায় করোনা যাতে না ছড়ায় সেজন্য সরকার প্রথম থেকেই তৎপরতা দেখাতে শুরু করেছে সরকার।

English summary
15 out of 21 italians quarantined In Delhi is suspected to have coronavirus
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X