For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

তেলেঙ্গানায় ভেঙে চুরমার হচ্ছে কংগ্রেস, লোকসভা ভোটে বিপর্যয়ের পর দল উঠে যাওয়ার মুখে

লোকসভা ভোটে সারাদেশে কংগ্রেসের ফের একবার বিপর্যয় হয়েছে। সারা দেশে মাত্র ৫২ টি আসন পেয়েছে রাহুল গান্ধীর দল।

  • |
Google Oneindia Bengali News

লোকসভা ভোটে সারাদেশে কংগ্রেসের ফের একবার বিপর্যয় হয়েছে। সারা দেশে মাত্র ৫২ টি আসন পেয়েছে রাহুল গান্ধীর দল। লোকসভার বিরোধী দলের তকমাও সরকারিভাবে জোটেনি। বেহাল দশা যেমন উত্তরে, পূর্ব ও পশ্চিম ভারতেও একই অবস্থা দেশের সবচেয়ে পুরনো রাজনৈতিক দলের। এমনকী দক্ষিণেও অবস্থা তথৈবচ। তেলেঙ্গানায় কোনও আসন পায়নি কংগ্রেস।

তেলেঙ্গানায় ভেঙে চুরমার কংগ্রেস, লোকসভা ভোটে বিপর্যয়ের পর দল উঠে যাওয়ার মুখে

এই অবস্থায় লোকসভা বিপর্যয়ের পর ১২ জন কংগ্রেস বিধায়ক দল ছাড়তে চলেছেন তেলেঙ্গানায়। মোট ১৮ জন বিধায়ক রয়েছেন। তার মধ্যে দুই তৃতীয়াংশ যোগ দিতে যান মুখ্যমন্ত্রী তথা তেলেঙ্গানা রাষ্ট্রীয় সমিতির নেতা কে চন্দ্রশেখর রাও এর দলে। এবং ইতিমধ্যে তারা তেলেঙ্গানার বিধানসভার অধ্যক্ষের কাছে অনুরোধ জানিয়েছেন যাতে তাদের টিআরএস দলে যোগ দিতে দেওয়া হয়।

সূত্রের খবর সবিতা ইন্দ্র রেডি, উপেন্দ্র রেড্ডি, সুধীর রেড্ডি, হরিপ্রিয়া নায়েক মিলে মোট ১২ জন কংগ্রেস বিধায়ক অধ্যক্ষের কাছে নিজেদের আবেদন জমা করেছেন।

গত মার্চ মাসে ১১ জন কংগ্রেস বিধায়ক টিআরএস দলে যোগ দেবেন বলে জানিয়েছিলেন। এবার আরও ১২ জন বিধায়ক সেই দলে যোগ দিলেন। সকলেই মুখ্যমন্ত্রী চন্দ্রশেখর রাও এর নেতৃত্বে কাজ করতে চান। এর ফলে কংগ্রেস যে রাজ্য থেকে প্রায় নিশ্চিহ্ন হয়ে যেতে চলেছে তা আর বলার অপেক্ষা রাখে না।

প্রসঙ্গত ১১৯ আসনের তেলাঙ্গানা বিধানসভায় গত নির্বাচনে ৮৮ টি আসন পেয়েছে মুখ্যমন্ত্রী হয়েছেন কে চন্দ্রশেখর রাও। গত বছরের ডিসেম্বরে এই নির্বাচনটি অনুষ্ঠিত হয়। তবে লোকসভা ভোটের পর কংগ্রেসের গোটা চিত্র পাল্টে গেল। এখন রাজ্যে দল টিকিয়ে রাখাই মুশকিল হতে চলেছে।

English summary
12 Congress MLAs join TRS, seek merger of Congress Legislature party in Telangana
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X