For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

প্রতি ৪ জন স্নাতকের মধ্যে একজন বেকার! বলছে রিপোর্ট

প্রতি ৪ জন স্নাতকের মধ্যে একজন বেকার! বলছে রিপোর্ট

Google Oneindia Bengali News

ভারতীয় অর্থনীতি পর্যবেক্ষণ কেন্দ্রে (সিএমআইই) অনুযায়ী ভারতের বর্তমান বেকারত্বের হার ৭.৫ শতাংশ। স্নাতকদের জন্য বেকারত্বের হার দাঁড়িয়েছে ১৮.৫ শতাংশে। সিএমআইই দ্বারা সংকলিত ২০১৯-এর শেষ তথ্যের অনুযায়ী এই তথ্য জানা গিয়েছে। আর এই রিপোর্ট প্রকাশ পেতেই স্নাতকদের বেকারত্ব হার নিয়ে শোরগোল পড়ে গিয়েছে।

শহুরে মহিলাদের বেকারত্বের হার ২৬ শতাংশের বেশি

শহুরে মহিলাদের বেকারত্বের হার ২৬ শতাংশের বেশি

মহিলাদের সামগ্রিক বেকারত্বের হার পুরুষদের ১৭.৫ শতাংশের তুলনায় ৬.২ শতাংশ। তবে, শহুরে মহিলাদের মধ্যে বেকারত্বের হার ২৬ শতাংশেরও বেশি। সেন্টার ফর মনিটরিং ইন্ডিয়ান ইকোনমি দ্বারা ২০১৯ সালের সেপ্টেম্বর থেকে ডিসেম্বরের মধ্যে সময়কালের জন্য পরিচালিত জরিপের সর্বশেষ অনুসন্ধানগুলিতে জানা গিয়েছে এই তথ্য। এই জরিপে ১.৭৪ লক্ষ পরিবারের সঙ্গে কথা বলেছেন সমীক্ষার দায়িত্বে থাকা কর্মীরা।

২০২০-২১ অর্থবর্ষে ১৬ লক্ষ কম চাকরি তৈরি হবে

২০২০-২১ অর্থবর্ষে ১৬ লক্ষ কম চাকরি তৈরি হবে

এরই মধ্যে কয়েকদিন আগেই স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার একটি গবেষণা রিপোর্টে জানানো হয়, ভারতীর ধীরগতির অর্থনীতির রেশ এবার পড়তে চলেছে চাকরিরর বাজারে। অর্থনীতির ধীর গতির জেরে মনে করা হচ্ছে যে আগামী অর্থবর্ষে ১৬ লক্ষ কম চাকরি তৈরি হবে দেশে। এই অর্থবর্ষে প্রায় ৯০ লক্ষ চাকরি তৈরি হয় দেশে। তবে এই সংখ্যা ছোঁয়া হবে না ২০২০-২১ অর্থবর্ষে।

প্রতি ঘণ্টায় গড়ে একজনের আত্মহত্যা

প্রতি ঘণ্টায় গড়ে একজনের আত্মহত্যা

এদিকে বেকারত্বের বোঝ নিতে না পেরে প্রতি ঘণ্টায় গড়ে একজন করে আত্মহত্যা করে ভারতে। ২০১৮ সালের এরকমই চাঞ্চল্যকর তথ্য প্রকাশ করে ন্যাশনাল ক্রাইম রিপোর্ট ব্যুরো। রিপোর্টে জানানো হয় যে দেশে ২০১৮ সালে মোট ১২,৯৩৬ জন বেকারত্বের জেরে আত্মহত্যা করেছে। দেশে ঘটা মোট আত্মহত্যার নিরিখে এটি ৯.৬ শতাংশ।

কোন বয়সের মানুষের মধ্যে আত্মহত্যার হার বেশি?

কোন বয়সের মানুষের মধ্যে আত্মহত্যার হার বেশি?

বেকার থাকার দরুন আত্মহত্যা করা ভারতীয়দের মধ্যে ১৮ বছরের কমের যুবক-যুবতী থেকে ষাটোর্ধ্ব বৃদ্ধও রয়েছেন। রিপোর্টে জানানো হয়েছে যে ১৮ বছরের নিচে আত্বহত্যা করা মানুষের মধ্যে ৩১ জন যুবক ও ৯ জনযুবতী রয়েছে। এদিকে বেকারত্বের জেরে আত্মহত্যা করাদের মধ্যে ৩০ থেকে ৪৫ বছর বসয়সীমার মধ্যে মোট ৮৬৮ জন পুরুষ ও ৯৫ জন মহিলা রয়েছেন। ৪৫ ভচর বয়স থেকে ৬০ বছর বয়স পর্যন্তদের মধ্যে পুরুষদের মধ্যে এই সংখ্যা ২৩৭। একই বয়সসীমায় মহিলা আত্মহত্যাকারীর সংখ্যা ২১। এদিকে ষাটোর্ধ্বদের মধ্যে ২৪৩১ জন বৃদ্ধ ও ৩১০ জন বৃদ্ধা বেকারত্বের জেরে আত্মহত্যা করেন।

২০২০ কেন্দ্রীয় বাজেট: ১ ফেব্রুয়ারির আগে অর্থনীতির কিছু গুরুত্বপূর্ণ দিক একনজরে২০২০ কেন্দ্রীয় বাজেট: ১ ফেব্রুয়ারির আগে অর্থনীতির কিছু গুরুত্বপূর্ণ দিক একনজরে

English summary
1 In Every 4 Graduates Looking For A Job, Says cmie Report
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X