For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

পশ্চিমবঙ্গ হবে অসম-উত্তরপ্রদেশ-গুজরাতের মতো! গীতা-বিবেকানন্দের থেকে শিক্ষা নিতে আহ্বান শুভেন্দুর

রথের (Rathyatra) দড়ি টানলেন, বাজালেন করতাল। সঙ্গে বললেন পশ্চিমবঙ্গ (West Bengal) ভবিষ্যতে অসম (assam), উত্তর প্রদেশ (Uttar Pradesh) কিংবা গুজরাতের (Gujarat) মতো হবে। স্কুলে পড়ানো হবে গীতা (Gita)। বিজেপির (BJP) সাস

  • |
Google Oneindia Bengali News

রথের (Rathyatra) দড়ি টানলেন, বাজালেন করতাল। সঙ্গে বললেন পশ্চিমবঙ্গ (West Bengal) ভবিষ্যতে অসম (assam), উত্তর প্রদেশ (Uttar Pradesh) কিংবা গুজরাতের (Gujarat) মতো হবে। স্কুলে পড়ানো হবে গীতা (Gita)। বিজেপির (BJP) সাসপেন্ডেড নেত্রী নূপুর শর্মার (Nupur Sharma) মন্তব্যের পরে হাওড়ার উলুবেড়িয়ায় যে ভাঙচুরের ঘটনা ঘটেছিল, তা তীব্র নিন্দা করেন শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)।

সাঁকরাইলে রথযাত্রায় যোগদান

সাঁকরাইলে রথযাত্রায় যোগদান

শুক্রবার বিকেলে শুভেন্দু অধিকারী গিয়েছিলেন, হাওড়ার সাঁকরাইলের নবঘরা এলাকায়। সেখানে তিনি রথযাত্রার শোভাযাত্রায় অংশ গ্রহণ করেন। রথের দড়িটানার পাশাপাশি তিনি করতালের তালেও তাল মেলান। তিনি জানান, কোনও এক সোমবারতিনি কাঁধে বাঁক নিয়ে তারকেশ্বরে বাবার মাথায় জল ঢালতে যাবেন। সতাতনী ভাই-বন্ধুদের সঙ্গে তিনি যাবেন বলে জানিয়েছেন।

পশ্চিমবঙ্গ অসম, গুজরাতের মতো হবে

পশ্চিমবঙ্গ অসম, গুজরাতের মতো হবে

বিরোধী দলনেতা সবাইকে ঐক্যবদ্ধ থাকতে আহ্বান করেন। তিনি বলেন, পশ্চিমবঙ্গে অসম, উত্তর প্রদেশ কিংবা গুজরাতের মতো হবে। স্কুলে পড়ানো হবে গীতা।
রথযাত্রার দিনে তাঁর কনভয় ভয়াবহ দুর্ঘটনার মুখোমুখি হয়। কাঁথির কাছে কনভয়ের এখটি গাড়ির সঙ্গে ট্রাকের সংঘর্ষ হয়। তবে এই দুর্ঘটনায় বিরোধী দলনেতার কোনও আঘাত লাগেনি। ঘটনাটি সম্পর্কে বলতে গিয়ে বিরোধী দলনেতা বলেন, ভগবান জগন্নাথের কৃপীয় শরীরে কোনও আঘাত লাগেনি। খবর পাওয়ার সঙ্গে সঙ্গে যাঁরা ফোন করেছেন, কিংবা খোঁজখবর নিয়েছেন, তাঁদের ধন্যবাদ জানিয়েছেন শুভেন্দু অধিকারী।

গীতা-বিবেকানন্দের থেকে শিক্ষা নিতে হবে

গীতা-বিবেকানন্দের থেকে শিক্ষা নিতে হবে

বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী বলেন. সনাতন মানে ভারতবর্ষ। ভারতবর্ষ মানে সনাতন। তিনি স্বামী বিবেকানন্দের শিক্ষার কথা উল্লেখ করেন। বলেন, স্বামীজি শিখিয়েছেন, নিজের ধর্মের প্রতি আস্থাশীল হতে হবে। অন্য ধর্মের প্রতি শ্রদ্ধাশীল হতে হবে। তিনি বলেন, গীতা বলেছে, সব জিনিস হজম করতে হবে। কাউকে বিষ বিতরণ করা যাবে না। এর পরেই তিনি বলেন. তবে তার অর্থ এই নয় যে এক গালে থাপ্পড় মারলে আরেকটা গাল এগিয়ে দিতে হবে।

হিংসার ঘটনার নিন্দা

হিংসার ঘটনার নিন্দা

শুভেন্দু অধিকারী একইসঙ্গে বিজেপির সাসপেন্ডেড নেত্রী নূপুর শর্মার মন্তব্যের প্রেক্ষিতা যে অশান্তির ঘটনা ঘটেছে, তার তীব্র নিন্দা করেন। তিনি বাংলাদেশের হিংসার ঘটনা তুলে ধরেন। বলেন, গতবছরে অষ্টমীর দিন মায়েরবিসর্জন হয়ে গিয়েছিল মিথ্যা অপবাদ দিয়ে। তিনি বলেন, তার জন্য হিন্দুরা মিছিল-মিটিং করেছে। তবে রাস্তা অবরোধ করা হয়নি কিংবা গাড়ি পোড়ায়নি, ট্রেনও ভাঙেনি। শুভেন্দু অধিকারী বলেন., মহাদেবকে কেউ গালাগাল দিলে
চুপ করে বসে থাকবেন না।

Weather Update: সকাল থেকে বৃষ্টি শুরু কলকাতা-সহ দক্ষিণবঙ্গে! একনজরে বংলার জেলাগুলির আবহাওয়ার পূর্বাভাসWeather Update: সকাল থেকে বৃষ্টি শুরু কলকাতা-সহ দক্ষিণবঙ্গে! একনজরে বংলার জেলাগুলির আবহাওয়ার পূর্বাভাস

English summary
Suvendu Adhikari says West Bengal will be like Assam, Uttar Pradesh, Gujarat in future.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X