For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

তৃণমূল ছেড়ে বিজেপিতে রাজীব, ডোমজুড়ে জুতোর মালা পরিয়ে ছবিতে কালি

  • By অভীক
  • |
Google Oneindia Bengali News

রাজীবের জার্সি বদলকে কিছুতেই মেনে নিতে পারছেন না ডোমজুড়বাসী। শনিবার যখন স্বরাষ্ট্রমন্ত্রীর পাঠানো চাটার্ড বিমানে মুকুল রায় ও কৈলাস বিজয়বর্গীয়ের সঙ্গে দিল্লির উদ্দেশ্যে রওনা দিলেন প্রাক্তন বনমন্ত্রী রাজীব বন্দ্যোপাধ্যায়, তখনই ডোমজুড়ে তাঁকে জুতোর মালা পরিয়ে স্বাগত জানাল সেখানের মানুষ।

ডোমজুড়ে জুতোর মালা পরানো হল রাজীবের ছবিতে

গত ২-৩ মাস ধরেই তৃণমূলের সঙ্গে রাজীবের টানাপোড়েন চলছিল। ধৈর্য ধরে এতদিন সবই দেখেছে ডোমজুড়বাসী। সবাই আশা করেছিলেন সমস্যার সমাধান একদিন না একদিন ঠিকই হবে। কিন্তু তা হয়নি। রাজীব তৃণমূল ছেড়ে এবার যোগ দিতে চলেছেন বিজেপিতে। এদিন যখন তিনি কলকাতা বিমানবন্দরে পৌঁছে গিয়েছেন বিশেষ বিমানে দিল্লি যাবেন বলে তখন তাঁর এই ভোলবদলকে মেনে নিতে নারাজ ডোমজুড়বাসী।

সূত্রের খবর, হাওড়া জেলার আধা শহর আর গ্রাম নিয়েই ডোমজুড় বিধানসভা কেন্দ্র গড়ে উঠেছে। সেখানকার সিংহভাগ ভোটারই সংখ্যালঘু সম্প্রদায়ের। সেই ভোট ব্যাঙ্কের একটা বড় অংশই এতদিন ভোট দিয়ে এসেছেন রাজীবকে। এবার তাঁরাই রাজীবের তৃণমূল ত্যাগ করে বিজেপিতে যোগদানকে মেনে নিতে পারছেন না। এলাকার দুই দফার বিধায়ক তথা রাজ্যের মন্ত্রী এখন তাঁদের কাছে 'গদ্দার' ছাড়া আর কিছুই নয়।

তাই এদিন ডোমজুড়ের বুকে জায়গায় জায়গায় রাজীবের ছবিতে জুতোর মালা পরিয়েছে ডোমজুড়বাসী। ছবিতে ঢেলে দিয়েছে পানের পিক থেকে জুতোর কালি। অথচ এই ডোমজুড় থেকেই ২০১৬ সালের বিধানসভা নির্বাচনে ১ লক্ষের বেশি ভোটের ব্যবধানে জয়ী হয়েছিলেন রাজীব। ডোমজুড় যখন এইভাবে রাজীবকে স্বাগত জানাচ্ছে ঠিক তখন রাজীব জানাচ্ছেন, দিল্লি গিয়ে অমিত শাহকে তিনি কী কী বলবেন।

English summary
Rajib Banerjee's picture inked at Howrah area
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X