For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

রাতেই জমবে মজা, এক ক্লিকে জেনে নিন চেলসি বনাম বার্সা ম্যাচের খুঁটিনাটি

মঙ্গলবার গভীর রাতে চ্যাম্পিয়ন্স লিগের শেষ ষোলর লড়াইতে নামছে বার্সা, অ্যাওয়ে ম্যাচে তাদের প্রতিপক্ষ চেলসি। 

  • By Debalina Dutta
  • |
Google Oneindia Bengali News

লা লিগা পকেটে পুড়ে নিয়েছে বার্সেলোনা, শুধু সরকারি ছাপ পড়া বাকি। তাই বার্সা ফ্যানদের কাছে এই মুহূর্তে সেটা পানসে হয়ে গেছে। এখন তাদের পাখির চোখ চ্যাম্পিয়ন্স লিগ। রিয়াল মাদ্রিদ পরপর দুবার চ্যাম্পিয়ন্স লিগ ঘরে তুলেছে। এ মরশুমে যেন তাদের ঘরে আসে এই ট্রফি সেটাই ভাবছে বার্সা ফ্যানরা।

এক ক্লিকে জেনে নিন চেলসি বনাম বার্সা ম্যাচের খুঁটিনাটি

মঙ্গলবার গভীর রাতে চ্যাম্পিয়ন্স লিগের শেষ ষোলর লড়াইতে নামছে বার্সা , অ্যাওয়ে ম্যাচে তাদের প্রতিপক্ষ চেলসি। প্রথম লেগে -র খেলতে নামার আগে সতর্ক বার্সেলোনা। এদিকে চেলসি ইংলিশ প্রিমিয়ার লিগ টেবলে এই মুহূর্তে চার নম্বরে রয়েছে। ইপিএল জয়ের আশা কার্যত নেই বললেই চলে। অ্যান্তেনিও কোন্তে এখনও অবধি চ্যাম্পিয়ন্স লিগ জেতেননি। ফলে ইংলিশ জায়ন্টরাও হোম ম্যাচে ঝাঁপিয়ে পড়বে তিন পয়েন্টের জন্য।

স্প্যানিশ সুপার কাপে খারাপ পারফরম্যান্সের পর আর্নেস্তো ভালভারদে ফোকাস নিজের প্রথম চ্য়াম্পিয়ন্স লিগ জেতার জন্য। এদিকে অ্যাওয়ে ম্যাচে তিন পয়েন্ট পকেটে থাকলে কাজটা অনেকটাই সহজ হবে ক্যাটালন জায়ন্টদের। এ মরশুমে লা লিগায় বিপক্ষদের দাগ কাটতে দেয়নি মেসি-সুয়ারেজরা তবে এই ম্যাচ আরও বড় পরীক্ষা হতে চলেছে এই হেভিওয়েটদের। লা লিগার সপ্তাহান্তের ম্যাচে জিতেছে বার্সেলোনা, ফলে জয়ের ধারার মধ্যে রয়েছে তারা।

বার্সা দলের হয়ে এদিন কার্ডের কারণে মাঠে নামতে পারবেন না নেলসন সামেদো। চেলসিতে বেশ কিছু চোট আঘাতের সমস্যা রয়েছে। হ্যামস্ট্রিং য়ে চোট রস বার্কলে, ডেভিড লুইজ ,টেয়েমোউ বাকায়োকো নেই।

এক ক্লিকে জেনে নিন চেলসি বনাম বার্সা ম্যাচের খুঁটিনাটি

থিঙ্ক ট্যাঙ্কের ইঙ্গিত অনুযায়ি বার্সেলোনা এদিনের ম্যাচে ৪-৪-২ ছকে খেলবে। মেসি ও সুয়ারেজকে সামনে রেখে ছক সাজাচ্ছেন আর্নেস্তো ভালভার্দে। এছাড়াও প্রথম একাদশে থাকবেন টের স্টেগান, রবের্তো, পিকে, উমতিতি, অ্যালবা, রাকিটিচ, পাউলিনহো, বাসকুয়েত, ইনিয়েস্তা।

এক ক্লিকে জেনে নিন চেলসি বনাম বার্সা ম্যাচের খুঁটিনাটি

এদিকে কোন্তে আক্রমণাত্মক বিষয়টি আরও ধারালো করতে চেলসির আক্রমণভাগে ৩ জন কে রাখছেন। ছক সাজাচ্ছেন ৩-৪-৩ এ। নিজের সেরা একাদশই নামাচ্ছেন কোন্তে। প্রথম একাদশে থাকবেন কুর্তোয়া, অ্যাজপিলিকুয়েতা, ক্রিস্টেনসেন, কাহিল, মোয়েস, কান্তে, ফ্যাব্রেগাস , আলোনসো, পেড্রো, মোরাতা, হ্যাজার্ড ।

এক ক্লিকে জেনে নিন চেলসি বনাম বার্সা ম্যাচের খুঁটিনাটি

ধুন্ধুমার এই ফুটবল লড়াই ভারতীয় দর্শকরা দেখতে পাবেন সনি টেন ২তে। সম্প্রচার সময় রাত ১.১৫।

English summary
World is gearing up for Chelsea versus Barcelona match in champions league
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X