For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

আন্তর্জাতিক ফুটবলে ইতি টানলেন বিশ্বকাপ জয়ী ফরাসি গোলরক্ষক হুগো লরিস

আন্তর্জাতিক ফুটবলে ইতি টানলেন বিশ্বকাপ জয়ী ফরাসি গোলরক্ষক হুগো লরিস

Google Oneindia Bengali News

গ্যারেথ বেলের অবসর ঘোষণা করার কিছু সময়ের মধ্যেই আন্তর্জাতিক ফুটবলকে বিদায় জানালেন বিশ্বকাপ জয়ী ফরাসি অধিনায়ক হুগো লরিস। ৩৬ বছর বয়সে আন্তর্জাতিক ফুটবল থেকে অবসরের কথা ঘোষণা করেন লরিস।

আন্তর্জাতিক ফুটবলে ইতি টানলেন বিশ্বকাপ জয়ী ফরাসি গোলরক্ষক হুগো লরিস

চারটি বিশ্বকাপ এবং তিনটি ইউরো কাপে ফ্রান্সের জার্সিতে প্রতিনিধিত্ব করেছেন হুগো লরিস। ২০১৮ সালে বিশ্বকাপ জয়ী লেস ব্লুস-এর অধিনায়ক ছিলেন লরিস। তাঁর নেতৃত্বে কাতার বিশ্বকাপের ফাইনাল পর্যন্ত গিয়েছিল ফ্রান্স। কিন্তু টটেনহ্যাম হটস্পারের শট স্টপারের ক্ষমতায় কুলোয়নি লিওনেল মেসি বা তাঁর দলকে বিশ্ব জয় থেকে আটকানোর। টাইব্রেকারে ৪-২ ব্যবধানে আর্জেন্টিনা পরাজিত করে ফ্রান্স এবং বিশ্ব চ্যাম্পিয়ন হয়।

৩৬ বছর বয়সী এই ফুটবলার অবসর ঘোষণার সঙ্গেই আন্তর্জাতিক ফুটবলে রেখে গেলেন তাঁর একের পর পর কীর্তি। ফ্রান্সের জার্সিতে সব থেকে বেশি সংখ্যকবার মাঠে নামা ফুচবলার হুগো লরিস। দেশের হয়ে ১৪৫ ম্যাচে প্রতিনিধিত্ব করেছেন তিনি। ২০০৮ সালের নভেম্বর মাসে লেস ব্লুজের জার্সিতে অভিষেক ঘটে হুগো লরিসের। তাঁর আন্তর্জাতিক ফুটবলে অভিষেকের দুই বছর পরই ফ্রান্সের অধিনায়কত্বের ব্যাটন তুলে দেওয়া হয় লরিসের হাতে। ফ্রান্সকে ১২১টি ম্যাচে নেতৃত্ব দিয়েছেন হুগো লরিস।

হুগো লরিসের অবসরের প্রসঙ্গে নিজের প্রতিক্রিয়া দিয়েছেন ফরাসি কিংবদন্তি এবং ফ্রান্স দলের কোচ দিদিয়ের দেশচ্যাম্পস। তিনি জানিয়েছেন, লরিসের সিদ্ধান্তকে তিনি সম্মান করেন। ফরাসি জাতীয় দলের এক জন সেরা সেবক হিসেবে লরিসকে অভিহীত করেন তিনি লরিসকে। দেশচ্যাম্পিস জানিয়েছেন, এটা তাঁর কাছে আনন্দের বিষয় যে লরিসের ট্রেনার হিসেবে কাজ করতে পেরেছেন তিনি এবং দলের প্রতি বর্ষীয়ান গোলরক্ষকের অবদানের জন্য তাঁকে ধন্যবাদও জানিয়েছেন ফরাসি দলের কোচ। তিনি বলেছেন, "পারফরম্যান্সের শীর্ষে থেকে হুগো (লরিস) অবসরের সিদ্ধান্ত গ্রহণ করেছে। কিছু দিন আগে ওর চিন্তা ভাবনা এবং সিদ্ধান্ত আমার সঙ্গে ভাগ করে নেয় ও। আমাকে, আমাদেরকে ওর সিদ্ধান্তকে সম্মান জানাতেই হবে। ফরাসি দলে একজন সেরা সেবক এবং আমি এই অসাধারণ কেরিয়ারের জন্য ওকে অভিনন্দন জানাই। মানুষ হিসেবেও মনে রাখার মতো এক জন ও। ২০১২ সালে আমি কোচ হওয়ার সময়ে ও অধিনায়ক হয়। ওর জন্যই আর্মব্যান্ডটা আমি রেখেছিলাম এবং তার জন্য আমাকে কখনও অনুশোচনা করতে হয়নি। এত ভাল ভাবে আমাদের দেশের প্রতিনিধিত্ব করার জন্য তোমায় ধন্যবাদ হুগো।"

ক্লাব ফুটবলে যদিও খেলা চালিয়ে যাবেন লরিস। তিনি ২০১২ থেকে খেলছেন টটেনহ্যামের হয়ে। তার আগে খেলেছেন ওজিসি নাইস এবং লিয়ঁর হয়ে।

English summary
World Cup winning French Captain Hugo Lloris called time on his international football.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X