For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

ফিরে দেখা ২০২০ : বিশ্ব ফুটবলের সেরা ১০ দামী কেনাবেচায় নজর ফেরানো যাক

বিশ্ব ফুটবলের সেরা ১০ দামী কেনাবেচায় নজর ফেরানো যাক

  • |
Google Oneindia Bengali News

করোনা ভাইরাসের জেরে দীর্ঘদিন বন্ধ থাকার পর আবারও ছন্দে ফিরেছে ফুটবল। বিভিন্ন দেশে ফুটবল প্রতিযোগিতা শুরু হয়ে গিয়েছে জোরকদমে। শুরু হতে চলেছে চ্যাম্পিয়ন্স লিগের শেষ ষোলো রাউন্ডের খেলা। তারই আবহে দেখে নেওয়া যাক যে শেষ হতে চলা ঘটনবহুল বছরে বিশ্ব ফুটবলের সেরা ১০ দামী কেনাবেচায় নজর ফেরানো যাক।

ফিরে দেখা ২০২০ : বিশ্ব ফুটবলের সেরা ১০ দামী কেনাবেচায় নজর ফেরানো যাক

১) ২১ বছরের অ্যাটাকিং মিডফিল্ডার কাই হাভের্টজকে বায়ের লেভেরকুসেন থেকে কিনেছে চেলসি। ৭০ মিলিয়ন পাউন্ড খরট হয়েছে ব্রিটিশ ক্লাবের।

২) পর্তুগিজ তারকা ব্রুনো ফার্নান্ডেজকে স্পোর্টিং লিসবন থেকে কিনেছে ম্যাঞ্চেস্টার ইউনাইটেড। ব্রিটিশ ক্লাবের ৬৮ মিলিয়ন পাউন্ড খরচ হয়েছে।

৩) ২৪ বছরের মিডফিল্ডার আর্থার-পিজানিক ২০২০ সালে বার্সেলোনা ছেড়ে দেন। ৬৬ মিলিয়ন পাউন্ড খরচ করে তাঁকে কিনেছে জুভেন্তাস।

৪) রুবেন দিয়াস
বেনফিকা থেকে ম্যাঞ্চেস্টার সিটিতে এসেছেন ডিফেন্ডার রুবেন দিয়াস। ৬২ মিলিয়ন পাউন্ড খরচ করেছে ব্রিটিশ ক্লাব।

৫) জুভেন্তাস থেকে বার্সেলোনায় এসেছেন বসনিয়ার মিডফিল্ডার মিরলেম পিজানিক। ৫৫ মিলিয়ন পাউন্ড খরচ করেছে স্প্যানিশ ক্লাব।

৬) ২৩ বছরের লেফট ব্যাক বেন চিওয়েলকে ৫০ মিলিয়ন পাউন্ড খরচ করে লেস্টার সিটি থেকে কিনেছে চেলসি।

৭) জার্মান ফুটবলার টিমো ওয়ার্নারকে ৪৭.৫ মিলিয়ন পাউন্ড খরচ করে দলে নিয়েছে চেলসি। আরবি লেইপজিগ থেকে ব্রিটিশ ক্লাবে এসেছে টিমো।

৮) ভিক্টর ওসিমহেন, থমাস পার্টে এবং মাউরো ইকার্ডিকে ৪৫ মিলিয়ন পাউন্ড খরচ করে কিনেছে যথাক্রমে নাপোলি, আর্সেনাল এবং ইন্টার মিলান।

৯) ৪৪.৭ মিলিয়ন পাউন্ডে ম্যাঞ্চেস্টার সিটি থেকে বায়ার্ন মিউনিখে এসেছেন জার্মান ফুটবলার লেরয় সানে।

১০) ৪১ মিলিয়ন পাউন্ডে লিভারপুলে এসেছেন দিয়েগো জোটা।

English summary
Who are the top-10 expensive football transfers in the year 2020
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X