For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

Kolkata Derby: ইস্টবেঙ্গল-মোহনবাগান দ্বৈরথে সর্বাধিক ছয় গোলদাতা কারা, জানেন?

Kolkata Derby: ইস্টবেঙ্গল-মোহনবাগান দ্বৈরথে সর্বাধিক ছয় গোলদাতা কারা, জানেন?

Google Oneindia Bengali News

ডার্বির উত্তেজনায় ফুটছে কলকাতা, কাঁপছে গোটা দেশের ফুটবল। বিশ্ব ফুটবলের অন্যতম সেরা ডার্বিকে ঘিরে ভারতীয় ফুটবলের মক্কায় উত্তেজনার পারদ একেবারেই ঊর্ধ্বমুখী। ইস্টবেঙ্গল বনাম এটিকে মোহনবাগানের মধ্যে ঐতিহ্য়শালী এই ডার্বি শত বছর পূর্ণ করেছে। একশো পেরিয়েও ডার্বির উন্মাদনা আরও বেড়ে চলেছে যত সময় বাড়ছে তারই সঙ্গে। এক নজরে দেখুন ইস্টবেঙ্গল বনাম এটিকে মোহনবাগান ম্যাচের শতবর্ষেরও বেশি সময়ের ইতিহাসে সর্বোচ্চ ছয় গোলদাতা কারা।

বাইচুং ভুটিয়া:

বাইচুং ভুটিয়া:

এই তালিকার শীর্ষেই রয়েছেন ভারতীয় ফুটবলের আইকন বাইচুং ভুটিয়া। পাহাড়ি বিছে ডার্বির ইতিহাসে সর্বাধিক গোল করার মালিক আজও। ভারতীয় ফুটবলের কিংবদন্তি ১৯টি গোল করেছেন ডার্বিতে। যার মধ্যে ইস্টবেঙ্গলের হয়ে ১৩টি গোল করেছেন লাল-হলুদের ঘরের ছেলে। বাইচুং ছয়টি গোল করেছেন মোহনবাগানের হয়ে। ডার্বির ইতিহাসে প্রথম হ্যাটট্রিকটিও করেন বাইচুং। ১৯৯৭ সালের ১৩ জুলাই ফেডারেশন কাপের সেমিফাইনালে ঐতিহ্যশালী ডার্বির ইতিহাসে প্রথম হ্যাটট্রিকটি করেন ভারতীয় ফুটবলের শ্রেষ্ঠ তারকা। ম্যাচটি ৪-১ গোলে জিতেছিল ইস্টবেঙ্গল। ১ লক্ষ ৩০ হাজার সমর্থক এই ম্যাচে মাঠে উপস্থিত ছিলেন।

হোসে রামিরেজ ব্যারেটো:

হোসে রামিরেজ ব্যারেটো:

মোহনবাগানে খেলে যাওয়া বিদেশিদের মধ্যে সর্বকালের অন্যতম সেরা ব্যারেটো। বিদেশি ফুটবলার হলেও তাঁর মনে শুধুউ মোহনবাগান। ইস্টবেঙ্গলের থেকে অফার পেলেও কখনও সবুজ-মেরুনের চিরপ্রতিদ্বন্দ্বী ক্লাবে সই করেননি ব্যারেটো। ফুটবল কেরিয়ারে গঙ্গাপাড়ের ক্লাবকে উজার করে দিয়েছেন। ডার্বিতে সর্বাধিক গোল স্কোরারদের তালিকায় ব্যারেটো রয়েছেন দ্বিতীয় স্থানে। ১৭টি গোল তিনি করেছেন ডার্বিতে এবং বলার কোনও অপেক্ষা রাখে না প্রতিটাই সবুজ-মেরন সমর্থকদের প্রাণের সবুজ তোতা করেছেন সবুজ-মেরুন জার্সি গায়ে চাপিয়ে।

চিমা ওকোরি:

চিমা ওকোরি:

ডার্বিতে সর্বাধিক গোল সংগ্রহকারীদের তালিকায় চিমা রয়েছেন তৃতীয় স্থানে। নাইজেরিয়ার ফরওয়ার্ড ডার্বিতে মোট ১৬টি গোল করেছেন যার মধ্যে ১০টি তিনি ইস্টবেঙ্গলের জার্সি গায়ে করেন এবং ছয়টি গোল করেন সবুজ-মেরুনের হয়ে।

মহম্মদ হাবিব:

মহম্মদ হাবিব:

ভারতীয় ফুটবলের কিংবদন্তি মহম্মদ হাবিব ডার্বিতে সর্বাধিক গোল স্কোরারদের তালিকায় রয়েছেন চতুর্থ স্থানে। বড় মিঞা ডার্বিতে ১০টি গোল করেছেন এবং তার প্রতিটিই ইস্টবেঙ্গল জার্সিতে।

শিশির ঘোষ:

শিশির ঘোষ:

বাংলা থেকে উঠে আসা ভারতীয় ফুটবলের সর্বকালের অন্যতম সেরা স্ট্রাইকার শিশির ঘোষের ডার্বিতে গোল সংখ্যা ১১টি। শিশির ইস্টবেঙ্গলের হয়ে ৩টি গোল করেছেন ডার্বিতে এবং মোহনবাগানের হয়ে করেছেন ৮টি গোল। ডার্বিতে সর্বাধিক গোল স্কোরারদের তালিকায় শিশির রয়েছেন পাঁচে।

অ্যালভিটো ডি কুনহা:

অ্যালভিটো ডি কুনহা:

এর আগে যত জনের কথা উল্লেখ করা হয়েছে তাঁরা প্রত্যেকেই ছিলেন ফরওয়ার্ড। অ্যালভিটো-ই এই তালিকায় একমাত্র ফুটবলার যিনি অ্যাটাকিং মিডফিল্ডার হয়েও ডার্বিতে সর্বাধিক ছয় গোল স্কোরারের মধ্যে নিজের জায়গা করে নিয়েছেন। ভারতীয় ফুটবলের অন্যতম সেরা মিডিও অ্যালভিটো ডি কুনহা সবুজ-মেরুনের ব্যারেটোর মতো। মোহনবাগানের ব্ল্যাঙ্ক চেক ফিরিয়ে রয়ে গিয়েছিলেন ইস্টবেঙ্গলে। গোয়া থেকে কলকাতায় খেলতে আসা ইস্টবেঙ্গলের ঘরের ছেলে হয়ে ওঠেন অ্যালভিটো। আজও লাল-হলুদের বিবিধ বিষয়ে অ্যালভিটো জড়িয়ে রয়েছেন। ডার্বিতে ৮টি গোল করেছেন এই গোয়ানিজ ফুটবলারটি এবং অবশ্যই প্রতিটি ইস্টবেঙ্গলের হয়ে।

India vs Pakistan: শেষ পাঁচ সাক্ষাতে ভারত-পাকিস্তান ম্যাচের লেখাঝোকা কী বলছে, জেনে নিনIndia vs Pakistan: শেষ পাঁচ সাক্ষাতে ভারত-পাকিস্তান ম্যাচের লেখাঝোকা কী বলছে, জেনে নিন

English summary
Here is the list of top six goal scorers of the Kolkata Derby which is played between East Bengal and Mohun Bagan. Bhaichung Bhutia is at the top of the list.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X